শাকিবের পক্ষে পুরস্কার নিলেন বুবলী!

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০২
অ- অ+

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে ইন্ডাস্ট্রিতে নানা আলোচনা, নানা গুঞ্জন। তাদের প্রেম, বিয়ে, সন্তান জন্মদান- সবই রয়েছে সেই গুঞ্জনের বিষয়বস্তুতে। তারই মাঝে এবার একটি অনুষ্ঠানে শাকিব খানের পক্ষে পুরস্কার গ্রহণ করে নতুন আলোচনার জন্ম দিলেন বুবলী।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে চ্যানেল আই চেতনা চত্বরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড- ২০২০’। সেখানে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান বুবলী। একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

কিন্তু এদিন বাংলাদেশি কিং খান অনুষ্ঠানে উপস্থিত না থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন শবনম বুবলী। তার হাতে পুরস্কার তুলে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (এমপি)। তিনি শ্রেষ্ঠ নায়কের ক্যাটাগরিতে শাকিব খানের নাম ঘোষণা করেন।

শাকিবের পুরস্কার বুবলী গ্রহণ করায় শুরু হয়েছে নতুন আলোচনা। উঠে এসেছে অতীতের একই ধরনের একটি ঘটনা। ২০১৭ সালের ২৭ ডিসেম্বর এফডিসির ৮ নম্বর ফ্লোরে বাংলাদেশ ফিল্ম ক্লাব তাদের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছিল।

ওই অনুষ্ঠানে একই ভাবে শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। কিন্তু সেখানে অপু উপস্থিত থাকলেও ছিলেন না শাকিব। তাই নায়কের পক্ষে পুরস্কার জেতেন তার ৭০টিরও বেশি ছবির নায়িকা অপু। এরপর তিনি শাকিবের সম্পর্কে প্রশংসামূলক বক্তব্যও রাখেন।

চার বছর পর একই ঘটনা ঘটল শবনম বুবলীর ক্ষেত্রেও। অপু বিশ্বাস যখন শাকিবের পক্ষে পুরস্কার গ্রহণ করেছিলেন, সে সময় তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এবার শাকিবের পুরস্কার গ্রহণ করলেন বুবলী। ঢালিউডপাড়ায় গুঞ্জন, বর্তমানে শাকিব-বুবলীর সম্পর্কও ভালো যাচ্ছে না।

কিছুদিন আগে ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১৭ জানুয়ারি তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়ার অফিসে অনুষ্ঠিত হয় সেই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান। সেখানে শাকিব-বুবলী উপস্থিত থাকলেও তারা কেউ কারো সঙ্গে কথা বলেননি।

শুধু তাই নয়, এদিন দুই তারকা একসঙ্গে ক্যামেরার সামনে পোজও দেননি। নিজেদের বক্তব্য দেওয়ার সময়ও কেউ কারো নাম মুখে আনেননি। গোটা সময়টা তারা দাঁড়িয়ে ছিলেন নিরাপদ দূরত্ব বজায় রেখে। সারাক্ষণ যেন অদৃশ্য এক বাধার দেয়াল দুজনের দূরত্ব বাড়িয়ে রেখেছিল!

এই অবস্থায় বুবলী গ্রহণ করলেন শাকিবের পুরস্কার। সত্যি কি তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না, নাকি আলোচনা থেকে নিজেদের দূরে রাখতে এটা তাদের কৌশল। এমন প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে মিডিয়াপাড়ায়। উত্তর মিলবে সময় হলেই। সেই সময়ের অপেক্ষায় দুই তারকার ভক্তরা-সমালোচকরা।

ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
পরকীয়া প্রেমিকা নিয়ে কাঠমান্ডু যাচ্ছিলেন ইমন, ঠেকাতে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ফেক কল দেন মা: র‍্যাব ডিজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা