মুন্সীগঞ্জে সাড়ে ৩০০ কেজি জাটকা জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪০ | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৯

মুন্সীগঞ্জে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীতে পৃথক অভিযানে সাড়ে ৩০০ কেজি জাটকা ইলিশ জব্দ ও ১৫ মণ চোরাই ডিজেলসহ তিনজনকে আটক করেছে মুক্তারপুর নৌ-পুলিশ।

রবিবার ভোর ৫টার দিকে ধলেশ্বরী নদীতে ফারহান-২ নামের একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে সাড়ে ৩০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

পরে সকাল ১০টার দিকে মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় এসব মাছ বিতরণ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি নৌ-পুলিশ।

এদিকে এর আগে ভোর ৩টার দিকে শীতলক্ষ্যা নদীর মুন্সীগঞ্জ অংশে অভিযান চালিয়ে ১৫ মণ চোরাই ডিজেলসহ তিনজন আটক করে মুক্তারপুর নৌপুলিশ। আটককৃতরা হলেন- সাকিল (২২), রিয়াজ (২১) ও মোশাররফ (৪৫)। এর মধ্যে সাকিল ও রিয়াজের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মিরেশ্বরাই। মোশারফের বাড়ি ভোলা জেলায়।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে জাটকা জব্দ ও চোরাই তেলসহ তিনজনকে আটক করা হয়েছে। জাটকা মাছগুলো মাদ্রাসা, এতিমখানায় বিতরণ করা হয়েছে। আর চোরাই তেলসহ আটকদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :