মনে হচ্ছিল জেলখানায় আছি: মিরাজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩০
অ- অ+

সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে। গত বুধবার ক্রাইস্টচার্চে পৌঁছায় ক্রিকেটাররা। সেখানে পৌঁছানোর পর প্রথম দুইদিন একেবারে রুম থেকেই কোনো ক্রিকেটার বের হতে পারেননি। তবে, প্রথম দফায় সবার করোনা পরীক্ষার প্রতিবেদন নেগেটিভ আসায় তৃতীয় দিন থেকে গ্রুপ করে খেলোয়াড়দের আধা ঘণ্টা করে বের হতে দেয়া হয়।

রবিবার সেখানকার অভিজ্ঞতা শেয়ার করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মিরাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভিডিওতে মিরাজ বলেছেন যে, শুরুর দিকে তার মনে হচ্ছিল যে তিনি বোধ হয় জেলখানায় আছেন।

এই ভিডিওতে মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘বুঝতেই পারছেন কেমন কাটছে। এই প্রথম এরকম হোটেলের মধ্যে পাঁচটা দিন কাটিয়েছি। অবশ্য প্রথম দিকে সময়ই কাটতেছিল না। প্রথম তিনদিন তো কারো সাথে দেখা সাক্ষাৎই হয়নি। ফোনে ফোনে কথা হয়েছে সবার সাথে, ভিডিও কলে কথা হয়েছে। অবশ্য প্রথম দিকে একটু বোরিং লাগতেছিল। সময় কাটতেছিল না। যেহেতু পাঁচদিন কেটে গেছে, আগামী তিনদিনও ইনশাআল্লাহ কেটে যাবে।’

তিনি আরো বলেন, ‘প্রথম তিনদিন তো রুমের ভেতরই ছিলাম। তারপরে আধা ঘণ্টা করে সবাই বের হওয়ার সুযোগ পেয়েছি। গতকাল প্রথম যখন বের হয়েছিলাম তখন মাথা একটু ঘুরতেছিল। তারপরে ১০-১৫ মিনিট পর ঠিক হয়ে গিয়েছিল। তিন দিন ঘরের মধ্যে বন্দি ছিলাম। মনে হচ্ছিল যেন জেলখানায় আছি। যখন বের হয়ে এখানকার আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হলাম তখন ভালো অনুভব করতে শুরু করি।’

মিরাজ বলেন, ‘সারাদিন তো রুমের ভেতর থাকতে ভালো লাগে না। ৩০ মিনিটের জন্য যে বাইরে আসতে দেয়া হয় এতে ভালো লাগে। যখন জিম এবং মাঠে যেতে পারব তখন আরো ভালো লাগবে। এখন সময়টা কাটছে না। যদি একটু জিমের ফ্যাসিলিটি পেতাম তাহলে আমাদের জন্য সহজ হতো।’

(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা