নায়ক থেকে হঠাৎ ভিলেন আমির, জয় কালান্দার্সের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২১, ১২:০৬
অ- অ+

নিজের করা প্রথম ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে রীতিমতো নায়ক বনে গিয়েছিলেন দলীয় পেসার মোহাম্মদ আমির। কিন্তু নিজের শেষ ওভারে ২০ রান দিয়ে খানিক পরেই ভিলেন হয়ে গেলেন তিনি। আর তাতেই টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে করাচি কিংসকে ৬ উইকেটে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে লাহোর কালান্দার্স।

পাকিস্তান ‍সুপার লিগে(পিএসএল) কালান্দার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি করাচির কিংসের। টপঅর্ডার তিন ব্যাটসম্যান যথাক্রমে বাবর আজম, জো ক্লার্ক এবং কলিন ইনগ্রাম মিলে দলীয় খাতায় যুক্ত করতে পেরেছে মাত্র ৯ রান। ৫ বলে ৫ রান করে শাহিন আফ্রিদির বলে বোল্ড হন বাবর আজম। ৬ বলে ৪ রান করে রান আউট হন ক্লার্ক। আর কলিন ইনগ্রামকে রানের খাতায় খুলতে দেননি আহমেদ ড্যানিয়াল।

তিন উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন ওপেনার শারজিল খান এবং মোহাম্মদ নবি। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে ৭৬ রানে জুটি গড়লে বড় সংগ্রহের দিকেই এগোতে থাকে করাচি। ৩৯ বলে ৬৪ রানে ওপেনার শারজিল এবং ৩৫ বলে ৫৮ রান তুলে সাজঘরে ফেরেন নবি।

কালান্দার্সের হয়ে ৩টি উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। এছাড়া একটি করে উইকেট নেন তিনজন বোলার।

জবাবে ব্যাট করতে নেমেই চাপে পড়ে লাহোর কালান্দার্স। কোনো রান না করেই ভুল বোঝাবুঝিতে রান আউট হন অধিনায়ক ও ওপেনার সোহেল আখতার। পরের উইকেটে ব্যাট করতে নামা জো ডেনলিও শূন্যরানেই সাজঘরে ফেরেন। আর মোহাম্মদ হাফিজকে ফেরান ওয়াকাস মাকসুদ। ১৫ রান তুলেন হাফিজ।

মাত্র ৩৩ রানে টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপের মধ্যেই পড়ে দলটি। তবে কালান্দার্সের জন্য ত্রাতা হয়ে আসে চতুর্থ উইকেট জুটি। এ সময় ওপেনার ফখর জামান এবং বেন ডাঙ্ক মিলে মাত্র ৭৮ বলে ১১৯ রান করলে জয়ের বন্দরে প্রায় পৌঁছেই যায়। আর শেষ কাজটা সারেন ডেভিড ওয়াইস।

৫৪ বলে ৮৩ রান তুলে আউট হন ফখর। এছাড়া ডাঙ্ক ৪৩ বলে ৫৭ রানে এবং ওয়াইস মাত্র ৯ বলে ৩১ রান তুলে অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/১মার্চ/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত: বিএনপি
কক্সবাজারের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১ জন আটক
গোপালগঞ্জে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সরকারের তদন্ত কমিটি গঠন
অর্ধশত মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল মোহাম্মদপুর থানা পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা