নুসরাত কি করোনায় আক্রান্ত?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২১, ১৪:৪২
অ- অ+

গোটা ভারতে প্রতিদিন হাজারে হাজারে মানুষ করোনাভাইরাসের টিকা নিচ্ছে। স্বস্তির বাতাস বইছে তারকা থেকে শুরু করে সব ধরনের মানুষের মাঝে। এরই মাঝে গুঞ্জন, পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান নাকি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলেও রটে গেছে।

এ ব্যাপারে নুসরাত কী বলছেন? নায়িকা জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন, তবে তার শরীরে জ্বর রয়েছে। নুসরাতের দাবি, চিকিৎসকরা এটাকে ‘ভাইরাল ফিভার’ বলে ধারণা করছেন। নায়িকা সংবাদমাধ্যমকে বলেন, ‘করোনায় আক্রান্ত হলে আমি নিজেই সবাইকে জানাব। চিকিৎসক আমাকে বললে তবেই পরীক্ষা করাব।’

সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এ উপলক্ষ্যে বসিরহাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য হিসেবে নুসরাত বিভিন্নভাবে দলের হয়ে প্রচার চালাচ্ছেন। পাশাপাশি বিরোধীদেরও নানা বাক্যে বিদ্ধ করছেন। এমন সময়ই এলো তার অসুস্থতার খবর।

এদিকে, গত বছরের মাঝামাঝি সময় থেকে স্বামী নিখিল জৈনের থেকে আলাদা থাকছেন নুসরাত। নিখিল তাকে ‘ডিভোর্সের নোটিশ’ দিয়েছেন বলেও গুঞ্জন রয়েছে। যদিও অভিনেত্রী বিষয়টি অস্বীকার করেছেন। এছাড়া গুঞ্জন রয়েছে, নিখিলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নুসরাত।

ঢাকাটাইমস/০১মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা