গুণীজনদের জীবনী নিয়ে ‘ড্রিম জার্নি’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২১, ১০:০৩
অ- অ+

দেশের গুণীজনদের জীবনী নিয়ে নিয়মিত আয়োজন ‘ড্রিম জার্নি’। সংগীত প্রতিষ্ঠান গানের ডালির ইউটিউব চ্যানেলে এটি প্রচারিত হয় প্রতি রোববার রাত ৯টায়। উপস্থাপনায় থাকেন কবি রেজাউদ্দিন স্টালিন।

সম্প্রতি এ অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথি হয়ে এসেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, প্রফেসর ডা. এবিএম আবদুল্লাহ প্রমুখ। এবারের পর্বের অতিথি বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান। এটি প্রচারিত হবে ৭ মার্চ রাত ৯টায়।

অধ্যাপক শামসুজ্জামান খানের জন্ম মানিকগঞ্জ জেলার চারিগ্রামে (২৯ ডিসেম্বর ১৯৪০)। শিক্ষা : ঢাকা বিশ্বিবিদ্যালয়ের স্নাতক (সম্মান) ১৯৬২ ও স্নাতকোত্তর ১৯৬৩। তার রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক।

এর মধ্যে উল্লেখযোগ্য ফোকলোর চর্চা, বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তা ও বর্তমান বাংলাদেশ, বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও অন্যান্য প্রসঙ্গ, মুক্তবুদ্ধি, ধর্মনিরপেক্ষতা ও সমকাল, বাঙালির বহুত্ববাদী লোকমনীষা, মীর মশাররফ হোসেন : নতুন তথ্যে নতুন ভাষ্যে, সৃজনভুবনের আলোকিত মানুষেরা, রঙ্গরসের গল্পসমগ্র, কিশোর রচনাসমগ্র, বাংলাদেশের উৎসব, বাংলা সন ও পঞ্জিকা, ফোকলোর চিন্তা ইত্যাদি।

শিক্ষকতা দিয়ে তার কর্মজীবনের সূচনা। বিভিন্ন সময় মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ, ঢাকা জগন্নাথ কলেজ, ময়মনসিংহ কৃষি বিশ্বিবিদ্যালয় ও জাতীয় বিশ্বিবিদ্যালযয়ে অধ্যাপনা করেন।

তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ছিলেন।

সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০০১), একুশে পদক (২০০৯) ও ২০১৭ সালে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। তিনি ইসলামি বিশ্বিবিদ্যালয় কুষ্টিয়ার বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ও ঢাকা বিশ্বিবিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।

(ঢাকাটাইমস/৪মার্চ/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা