ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ আয়োজন নিয়ে জটিলতা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২১, ১৪:৪৫
অ- অ+

চলতি মাসের শেষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ব্রাজিলিয়ান ফুটবল দলের চার্টার্ড বিমানে করে কলম্বিয়ায় পৌঁছানোর কথা রয়েছে। কিন্তু কলম্বিয়ান স্বাস্থ্যমন্ত্রী ফার্নান্দো রুইজ এই পরিকল্পনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘ব্রাজিল থেকে কোনো ফ্লাইটকে স্বাগত জানানোর সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে। আমি কোনোভাবেই এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছি না।’

এক বিবৃতিতে ফার্নান্দো এই শঙ্কা প্রকাশ করেছেন। যে কারণে আগামী ২৬ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি আয়োজন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) এর যৌথ সিদ্ধান্তে ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের কিছু ম্যাচ আগামী ২৫, ২৬ ও ৩০ মার্চ আয়োজনের কথা রয়েছে। করোনা মহামারী কাটিয়ে এই মাসে নতুন করে বাছাইপর্বের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা।

ইতোমধ্যে কোভিড-১৯ মহামারীর কারণে বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় ইউরোপিয়ান ক্লাবগুলো তাদের বেশিরভাগ দক্ষিণ আমেরিকান খেলোয়াড়দের ছাড়ার ব্যপারে আপত্তি জানিয়েছে।

যুক্তরাজ্য সরকার ১০টি দক্ষিণ আমেরিকান দেশকেই ‘লাল তালিকা’ ভুক্ত করে সেসব দেশে ভ্রমণ নিষিদ্ধ করেছে। ব্রিটিশ ভিত্তিক যেকোনো খেলোয়াড়ই যদি দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে চায় তবে ফিরে এসে তাদেরকে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

জানুয়ারির শেষ থেকে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন দেখা দেয়ায় ব্রাজিল থেকে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে কলম্বিয়া। দক্ষিণ আমেরিকান দেশগুলোর মধ্যে ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/৭ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ৪৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ
নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত: বিএনপি
কক্সবাজারের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১ জন আটক
গোপালগঞ্জে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সরকারের তদন্ত কমিটি গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা