চবি রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের খাবার-মাস্ক বিতরণ

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ এপ্রিল ২০২১, ১৬:৫০

রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্যোগে গরীব, ছিন্নমূল পথশিশু ও অসহায় শতাধিক মানুষের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম শহরের ষোলশহর রেলস্টেশন সংলগ্ন বস্তি এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এসময় করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারকাজেও অংশ নেন সংগঠকরা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের কর্মসূচি পালনের অংশ হিসেবে এই কর্মসূচিতে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাব, সাংগঠনিক সম্পাদক রাজেশ দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক হিমেল বড়ুয়া, অর্থ সম্পাদক মেহেরাজ হোসেন প্রমুখ।

নেতারা বলেন, মুজিববর্ষের অঙ্গীকার হোক বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও এক লোলুপ শ্রেণির সিন্ডিকেট বাণিজ্যের কারণে সামাজিক বৈষম্যের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এটি মানুষকে মৌলিক অধিকার প্রাপ্তি থেকে বঞ্চিত ও সামাজিক নিরাপত্তাকে বিঘ্নিত করছে। তাই অসহায়, দরিদ্র মানুষের পাশে দাড়ানো সমাজের সামর্থ্যবান শ্রেণির দায়িত্ব।

(ঢাকাটাইমস/১এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :