মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২১, ২০:০২
অ- অ+

চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শনিবার মাগুরার শ্রীপুরে নুরনবী মোল্লা (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নুরনবী মোল্লা শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের নতুন পাড়ার মাংস ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্ল্যার ছেলে।

নির্যাতনের শিকার মেয়েটির বাবা জানান, শুক্রবার সন্ধ্যায় শিশুটি তার দাদির সাথে প্রতিবেশী জাহাঙ্গীর মোল্ল্যার বাড়িতে টেলিভিশন দেখতে যায়। সেখানে দাদিকে রেখে কিছুক্ষণ পর মেয়েটি একা বাড়ির দিকে রওনা হয়। আগে থেকে ওঁৎ পেতে থাকা বখাটে নুরনবী মেয়েটির গলায় ওড়না দিয়ে মুখ বেঁধে ফেলে এবং পাশের একটি ক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটি সেখান থেকে প্রতিবেশী এক নারীর সহায়তায় বাড়িতে যায়। পরিবারের কাছে ঘটনা খুলে বললে শুক্রবার রাত ১২টার দিকে শ্রীপুর থানায় গিয়ে নুরনবী মোল্ল্যাকে আসামি করে তিনি মামলা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) লিটন কুমার সরকার বলেন, শনিবার দুপুরে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে পাঠালে তাকে জেলহাজতে পাঠানো নির্দেশ দেন বিচারক। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
চাঁদপুরে খুতবার ‘ভুল ব্যাখ্যা’কে কেন্দ্র করে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা, হামলাকারী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা