সাইবার নিরাপত্তায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শেখ গালিবের সাফল্য

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২১, ২০:৫৮

নিজ মেধা মননের বিকাশ ঘটিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে নিজের অবস্থান সুদৃঢ় করে নিয়েছেন বাংলাদেশি আমেরিকান শেখ গালিব রহমান। দেশের ভাবমূর্তি উজ্জ্বলে ও কমিউনিটির মানুষের পাশে থাকতে করে যাচ্ছেন কঠোর পরিশ্রম। সম্প্রতি তিনি করপোরেট সাইবার সিকিউরিটি সার্টিফিকেট সিআইএসএসপি অর্জন করেছেন।

সিআইএসএসপি বা সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি প্রফেশনাল হচ্ছে সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ সার্টিফিকেট। আইএসসিটু অর্গানাইজেশন খুব কড়াকড়িভাবে এবং সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে এই পরীক্ষাটি নিয়ে থাকে। টানা ছয় ঘণ্টা ধরে চলে পরীক্ষাগুলো এবং পুরোটা সময়জুড়ে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে আইএসসিটু-এর পরীক্ষকরা পর্যবেক্ষণ করেন।

আইএসসিটু-এর ওয়েবসাইট থেকে জানা যায়, পৃথিবীর ১৭০টি দেশের মধ্যে সিআইএসএসপি সার্টিফিকেটধারীর সংখ্যা এক লাখ ৪৭ হাজার ৫৯১ জনের। এর মধ্যে ৯২ হাজার ৯৩৮ জন আমেরিকায়, ২৭২৭ জন ভারতে এবং মাত্র ২২ জন রয়েছেন বাংলাদেশে।

একজন বাংলাদেশি-আমেরিকান হিসেবে সিআইএসএসপি সার্টিফিকেট অর্জন করতে পারায় কমিউনিউটির মুখ তিনি উজ্জ্বল করেছেন বলে মন্তব্য করেছেন একাধিক প্রবাসী বাংলাদেশি আমেরিকান।

এ ব্যাপারে জানতে চাইলে শেখ গালিব রহমান বলেন, এটি আমার জীবনের সবচেয়ে কঠিন এবং কড়া পরীক্ষা ছিল। তবে উত্তীর্ণ হতে পেরে সত্যিই খুব আনন্দ লাগছে। এ সময় তিনি তার বাবা-মা এবং পেশাগত জীবনের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আসুন আমরা একটি কমিউনিটি তৈরি করি এবং আমাদের আরও অনেককে সিআইএসএসপি সার্টিফিকেট পেতে সহায়তা করি।

উল্লেখ্য, দেড় যুগেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন শেখ গালিব রহমান। মহামারি করোনাকালে কমিউনিটির মানুষের পাশে থাকার স্বীকৃতি হিসেবে লাভ করেছেন কোভিড-১৯ হিরো অ্যাওয়ার্ড। এছাড়াও তিনি মেইনস্ট্রিম আইটি সেবাদানকারী প্রতিষ্ঠান ট্রান্সফোটেক একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আঙ্কারা পৌঁছেছেন রাষ্ট্রপতি

ইতালিতে বৃহত্তর সিলেট ইয়াং স্টার ক্লাবের সভাপতি হাসান, সম্পাদক ইকবাল

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রোম মহানগর বিএনপির দোয়া মাহফিল

ইতালির তরিনোতে জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ইতালির পাদোভায় এবিপি নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

ইতালির মিলানে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন স্বেচ্ছাসেবকদলের

ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কমিটি গঠন

কুলাউড়া উপজেলা সমিতি পর্তুগালের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নেদারল্যান্ড আ. লীগের সভাপতি ইসমাইল, সম্পাদক মুরাদ

ফ্রান্সে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উদযাপন

এই বিভাগের সব খবর

শিরোনাম :