টিকা নিয়েছেন সাড়ে ৫৫ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২১, ২০:৩৬
ফাইল ছবি

দেশে একদিকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ অব্যাহত আছে, অন্যদিকে টিকাও নিচ্ছে সাধারণ মানুষ। সাড়ে ৫৫ লাখের বেশি মানুষ ইতিমধ্যে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে। আর নিবন্ধন করেছেন প্রায় ৭০ লাখ মানুষ।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত ৫৫ লাখ ৫৫ হাজার ৬৭৫ জন মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে ৩৪ লাখ ৪৫ হাজার ৩১১ জন পুরুষ এবং ২১ লাখ ১০ হাজার ৩৬৪ জন নারী রয়েছেন।

আর বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ৬৯ লাখ ৬০ হাজার ৬২৫ মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৬ হাজার ১৮১ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ নয় হাজার ৬১০ এবং নারী ছয় হাজার ৫৭১ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৭ লাখ ১৬ হাজার ৮৫৫ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে আট লাখ ৭১ হাজার ৫৩, ময়মনসিংহ বিভাগে দুই লাখ ৭৬ হাজার ১৮১, চট্টগ্রাম বিভাগে ১১ লাখ ২০ হাজার ৬২৩, রাজশাহী বিভাগে ছয় লাখ ৩৭ হাজার ২০০, রংপুর বিভাগে পাঁচ লাখ ৭০ হাজার ৬৯০, খুলনা বিভাগে সাত লাখ চার হাজার ৩৬১, বরিশাল বিভাগে দুই লাখ ৪০ হাজার ৬৬০ এবং সিলেট বিভাগে দুই লাখ ৮৯ হাজার ১০৫ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০ দিন পর দ্বিতীয় ডোজ দেয়া হবে। আগামী ৮ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :