কন্যা সন্তানের পিতা হলেন হাসান আলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২১, ১৪:৪৩| আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৪:৪৬
অ- অ+

করোনাকালীন সময়ে সুখবরই পেলেন পাকিস্তানি পেসার হাসান আলি। কন্যা সন্তানের পিতা হয়েছেন তিনি। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই টুইট বার্তার মাধ্যমে এই খবরটি নিশ্চিত করেছেন হাসান আলি নিজেই। তার স্ত্রী এবং কন্যা দুজনই সুস্থ রয়েছেন।

সবার কাছে দোয়া চেয়ে ‍টুইট বার্তার তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের একটি ফুটফুটে কন্যা সন্তান উপহার দিয়েছেন। আমার রাজকন্যাকে আমাদের পরিবারে স্বাগতম। আশা করি, আমার ছোট্ট পরীর অনেক অনেক স্বপ্ন থাকবে এবং সর্বশক্তিমান তার জীবনে চলার পথে সব স্বপ্ন পূরণ করবেন। আমিন। সবাই তার জন্য দোয়া করবেন।’

পাকিস্তানের ডানহাতি এই পেসারের টুইটের পর একের পর এক শুভেচ্ছাবার্তা আসতে থাকে। সতীর্থ ব্যাটসম্যান আহমেদ শেহজাদ লিখেছেন, ‘মাশাআল্লাহ! তোমার এবং ভাবীর জন্য অনেক শুভকামনা। ছোট্ট রাজকন্যা এবং ভাবীর জন্য দোয়াও রইল।’

এছাড়া উদীয়মান তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি টুইটে জানান, ‘মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক অনেক শুভেচ্ছা।’ফখর জামানের টুইট, ‘মাশাআল্লাহ। আমার ভাইয়ের জন্য অনেক শুভকামনা।’ মোহাম্মদ নেওয়াজ লিখেছেন, ‘অভিনন্দন হাসো (হাসান আলি)।’এছাড়া শাদাব খান লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাই, অনেক অনেক শুভেচ্ছা।’

এদিকে পাকিস্তান নারী ক্রিকেট দলের তারকা বিসমাহ মারুফ লিখেছেন, ‘হাসান ভাই, অনেক অনেক শুভকামনা। মা ও কন্যার জন্য দোয়া রইল।’

শুভেচ্ছা জানিয়েছেন হাসান আলির সতীর্থ শোয়েব মালিকের স্ত্রী ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জাও। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘লাভ’ রিয়েক্ট দিয়ে নতুন অতিথির জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।

২৬ বছর বয়সী হাসান আলি ২০১৯ সালের আগস্টে বিয়ে করেন সামিয়া আরজুকে। চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান তিনি।

(ঢাকাটাইমস/০৭এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‌্যাবে গুরুত্বপূর্ণ রদবদল: গোয়েন্দা, অপারেশন এবং র‌্যাব-১ এ নতুন নেতৃত্ব
হাসপাতালে যাওয়ার সময় সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১১- তমাল - নীলা সম্পর্কের অজানা অধ্যায়
সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে অচল সড়ক, যাত্রী ভোগান্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা