নাগরিকদের দুর্ভিক্ষের জন্য প্রস্তুত হতে বললেন কিম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২১, ১৭:৫৭| আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১৮:৫৪
অ- অ+

উত্তর কোরিয়ান নেতা কিম জং উন ভবিষ্যতের দুর্ভিক্ষের ইঙ্গিত দিয়ে নাগরিকদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। দেশটিতে অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং প্রচণ্ড খাদ্য ঘাটতি দেখা দিতে পারে মানবাধিকার সংগঠনগুলোর এমন সতর্কতার পর তিনি এই আহ্বান জানালেন।

দলের কংগ্রেসে এক বক্তৃতায় কিম জং উন আসন্ন পরিস্থিতিকে ১৯৯০ সালের ভয়াবহ দুর্ভিক্ষের সঙ্গে তুলনা করেন। ওই দুর্ভিক্ষে দক্ষিণ কোরিয়ায় আনুমানিক ৩০ লাখ মানুষ মারা যায়।

গত বৃহস্পতিবার দলের সভায় উত্তর কোরিয়ান এই কর্তৃত্ববাদী শাসক বিরল কথা বলেন। তিনি আরেকটি ‘সংগ্রামী মার্চ থেকে জনগণকে রক্ষা করতে প্রস্তুত হতে বলেন। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা ‘সংগ্রামী মার্চ’ পরিভাষাটি ১৯৯০ সালের সালের দুর্ভিক্ষ বোঝাতে ব্যবহার করেন। ওই বছর সোভিয়েত ইউনিয়ন যথেষ্ঠ সহায়তা ছাড়াই উত্তর কোরিয়া ত্যাগ করে। এই সময় দুর্ভিক্ষে কত মানুষ মারা গিয়েছিল তার সঠিক পরিসংখ্যান না পেলেও অনুমান করা হয় ৩০ লাখ মানুষ অনাহারে মারা গিয়েছিল।

কিম জং উনের এমন স্বীকারোক্তির বিষয়ে উত্তর কোরিয়া বিষয়ক বিশ্লেষক কলিন জইরকো বলেন,কিমের কথা বলার এই ভাষা সম্পূর্ণ ভিন্ন এবং শক্ত। উদাহরণ হিসেবে বলা যায় গত অক্টোবর মাসে এক বক্তৃতায় তিনি যথেষ্ঠ পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন। কিন্তু গতকাল তিনি স্পষ্টভাবে নতুন ‘সংগ্রামী মার্চের’ মুখোমুখী হতে যাচ্ছেন বলে মন্তব্য করেন যা পূর্বে কখনও বলেননি। এর আগে চলতি সপ্তাহে কিম বলেন তার দেশ সর্বোচ্চ খারাপ পরিস্থিতি মোকাবেলা করছে এবং অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখী হচ্ছে।

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/কেআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা