যান চলাচলে বিধিনিষেধের মধ্যেও ঢাকায় যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৭:১২ | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২১, ১৬:৫০

করোনার সংক্রমণ মোকাবেলায় কঠোর বিধিনিষেধের শেষ দিনে রাজধানীতে যানজটে পরে নাকাল হয়েছেন নগরবাসী। গত কয়েকদিনে কিছুটা স্বস্তি নিয়ে চলাচল করা গেলেও সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবারের চিত্র ছিল ব্যতিক্রম। ব্যস্ততম এলাকার সবগুলো পয়েন্টেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট দেখা গেছে। বিকালের দিকে এর মাত্রা আরও বাড়ে।

ঢাকার রাস্তায় চলাচলকারীরা বলছেন, নতুন করে লকডাউন দেয়ার ঘোষণায় অনেকে কেনাকাটা সেরে নিচ্ছেন। কারণ এক সপ্তাহের কথা বলা হলেও আসলে কতদিন লকডাউন চলবে তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। অন্যদিকে দোকানপাট ও শপিংমল বিকাল ৫টায় বন্ধ হয়ে যাবে তাই অনেকে কড়া রোদের মধ্যেও ভরদুপুরে মার্কেটে ছুটেছেন।

ফলে সড়কে যানবাহনের পাশাপাশি জনসাধারণের চলাচলও বেশি লক্ষ্য করা গেছে।

সকাল থেকে রাজধানীর গুলিস্তান, পল্টন, শাহবাগ, মৌচাক, মালিবাগ, মগবাজার, কারওয়ানবাজার এলাকা ঘুরে যানজটের চিত্র দেখা যায়।

এদিকে করোনার প্রকোপের মধ্যেও দৈনিক জনকণ্ঠের সাংবাদিকরা সড়কে অবস্থান করে বিক্ষোভ করায় বাংলামোটর এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সারাদেশে শপিংমল, দোকান-পাট, হোটেল, রেস্তোরাঁসহ গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনে ১১ দফার নির্দেশনায় সরকারি-বেসরকারি অফিস-আদালত ও ব্যাংক জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে খোলার রাখার কথা বলা হয়েছিল।

কিন্তু গণপরিবহন বন্ধ ঘোষণা করলেও সরকারি-বেসরকারি কর্মজীবীদের যাতায়াতের সুবিধার্থে স্বাস্থ্যবিধি মেনে বুধবার (৭ এপ্রিল) থেকে ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় বাস চলাচলের অনুমতি দেয় সরকার। এরপর থেকে সন্ধ্যা ছয়টা পর‌্যন্ত চলাচল করছে গণপরিবহন।

অন্যদিকে দোকান মালিক ও কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শপিংমল ও দোকান খোলা রাখার অনুমতি দেয়া হয়।

এদিকে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। এসময় সরকারি-বেসরকারি সব অফিস ও দোকান-পাট-মার্কেট বন্ধ রাখতে হবে।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/বিইউ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেপ্তার 

পুরোনো রূপে ফিরছে লালকুঠি

মেসে ঝুলছিল ‘রেডরাম’ চলচ্চিত্রের প্রযোজকের মরদেহ

রাজধানীতে নির্বিচারে হকার উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ-স্মারকলিপি

বদলে গেছে মহাখালীর যানজট পরিস্থিতি, যেভাবে এলো পরিবর্তন

খাল পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে ঢাকার সবুজায়ন আন্তর্জাতিক মানের হবে: তাপস

বাবে মদিনায় প্রবেশে বাধা, পুলিশের সহায়তায় মাজার জিয়ারত করলেন ভক্ত

সিগন্যাল অমান্য করতে গিয়ে ভুয়া এসআই আটক

স্পৃহা ও গ্লোবাল ল থিংকার্স সোসাইটির মধ্যে চুক্তি সই

করপোরেশনের সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগের কথা জানালেন মেয়র তাপস

এই বিভাগের সব খবর

শিরোনাম :