দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৩৪৪ কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২১, ১১:৪৫| আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১২:০৮
অ- অ+
ফাইল ছবি

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। লেনদেন শুরুর প্রথম এক ঘন্টা ৪০ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৪ কোটি টাকা। এই সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৩০০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক নয় প‌য়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২০৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২১ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ৩৪৪ কোটিয় ৭২ লাখ ১৫ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯৮টির। কমেছে ৯০টির। অপরিবর্তিত রয়েছে ৫৬ টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। শেষ কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৭৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৫টির। কমছে ৫০টির। আর দর অপরিবর্তিত আছে ১৮টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে নয় কোটি ৫২ লাখ দুই হাজার ৪১৫ টাকা।

(ঢাকাটাইমস/১৫এ‌প্রিল/এসআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা