করোনায় চলে গেলেন শিল্পপতি রাতুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২১, ০৯:২৪| আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০৯:৩১
অ- অ+

বাংলাদেশে প্রাণঘাতী করোনার সংক্রমণ থামছেই না। প্রতিদিন ভাইরাসটি কেড়ে নিচ্ছে অনেক মানুষের প্রাণ। রাজনীতিক, চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মারা যাচ্ছেন চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসটিতে। এবার সেই তালিকায় নাম উঠল নোয়াখালীর হাতিয়ার বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও রাজনৈতিক মাহমুদ আলী রাতুলের।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬০ বছর।

রাতুলের ব্যক্তিগত সহকারী আলী হায়দার জিসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহমুদ আলী রাতুল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এর আগে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদে ছিলেন তিনি। রাতুল চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান জেএমএস গ্রুপের মালিক।

এর আগে মার্চের শেষ সপ্তাহে চট্টগ্রাম অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। গত ৩০ মার্চ নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় তিনি চিকিৎসা নিচ্ছিলেন। গত ২ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। ওইদিনই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে না ফেরার দেশে চলে যান তিনি।

শুক্রবার বাদ জুমা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

ঢাকাটাইমস/১৬এপ্রিল/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ
আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কর্মসূচির প্রশংসা বিশ্বব্যাংকের
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা