কুলিয়ারচরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২১, ২২:০৩
অ- অ+

কিশোরগঞ্জের কুলিয়ারচরে তুচ্ছ ঘটনা নিয়ে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে লিটন মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত লিটন উপজেলার ছয়সূতি ইউনিয়নের মধ্যলালপুর এলাকার আব্বাছ আলীর ছেলে। এ ঘটনায় আহত হন উভয়পক্ষের কমপক্ষে ১০ জন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের প্রায় ২০/২৫টি বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মধ্যলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভৈরব ও কুলিয়ারচরের পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করেন। পরে আহতদের উদ্ধার করে ভৈরব ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তাদের স্বজনরা। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজওয়ান দীপু ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার বিকালে গাছ থেকে কাঁচাআম পারাকে কেন্দ্র করে এলাকার কাঞ্জিবাড়ি ও উমরাবাড়ির শিশুদের মাঝে ঝগড়া হয়। এ নিয়ে রাতেই উভয়পক্ষের লোকজন সালিশে বসেন। কিন্তু সেই সালিশ বৈঠক মীমাংসা ছাড়াই শেষ হয়।

শনিবার সকালে উমরাবাড়ির মিশ্রি মিয়ার নেতৃত্বে ১০/১২ জন লোক কাঞ্জিবাড়িতে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে কাঞ্চিবাড়ির লিটন মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএ)ৃ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা