এবার যুক্তরাষ্ট্রের উইসকনসিনে গুলিতে তিনজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২১, ১৯:৫১
অ- অ+

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে গুলিতে আটজন নিহতের দুদিন না যেতেই এবার উইসকনসিন অঙ্গরাজ্যের টাভেনে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় রবিবার সকালে টাভেনের সোমারস গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় প্রশাসনের সার্জেন্ট ডেভিড রাইট গুলির ঘটনাকে টার্গেটকৃত এবং বিচ্ছিন্ন হামলা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, সন্দেহভাজন আক্রমণকারী পলাতক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী নিহতদের পরিচয় উদঘাটনে কাজ করছে।

এর আগে গত বৃহস্পতিবার ইন্ডিয়ানাপোলিস শহরে বন্দুকধারীর গুলিতে আট ব্যক্তি নিহত হয়। চলতি বছর ইন্ডিয়ানাপোলিসে এটা তৃতীয় গুলির ঘটনা ছিল।

যুক্তরাষ্ট্রে গুলিতে প্রতিবছর ৪০ হাজার মানুষ নিহত হয়। সাম্প্রতিক সময়ে দেশটিতে বন্দুক হামলাসহ সহিংস ঘটনা বেড়ে চলেছে। দেশটিতে গত এক মাসে অন্তত ১০টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২০ মার্চ এক দিনে তিনটি হামলা হয়েছে। এসব হামলার কোনোটা আবার এশীয়-আমেরিকানদের বিরুদ্ধে বিদ্বেষের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ মার্চ যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে তিনটি বডি মাসাজ পার্লারে গুলিতে অন্তত ৮ জন নিহত হয়, ২২ মার্চ কলোরাডো অঙ্গরাজ্যের বাউলডার নগরীর একটি গ্রোসারি মার্কেটে বন্দুকধারীর গুলিতে পুলিশের এক কর্মকর্তাসহ অন্তত ১০ ব্যক্তি নিহত হয়।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/কেআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণহত্যা মামলায় শর্তসাপেক্ষে ক্ষমা পেতে পারেন সাবেক আইজিপি মামুন
ইংরেজি ভাষা আয়ত্তের বিকল্প নেই: এডাস্ট চেয়ারম্যান
সোনারগাঁয়ে বিএনপির প্রচারপত্র বিলি অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল
মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে জড়ানো রাজনৈতিক ষড়যন্ত্র: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা