বাগেরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, এক চালক নিহত

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২১, ১৭:৩৩
অ- অ+

বাগেরহাটের ফকিরহাটে দুটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ২ জন। নিহত ব্যক্তির নামা আমিরুল ইসলাম (৪০), তিনি একটি ট্রাক চালাচ্ছিলেন। আহত দুইজন ছিলেন অন্য ট্রাকটিতে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকার গোলামের অটোরাইস মিলের সামনে এই দূর্ঘটনা ঘটে। একটি ট্রাক গোপালগঞ্জ থেকে খুলনার দিকে যাচ্ছিল্ অন্যটি খুলনার দিকে থেকে আসছিল। মুখোমুখি সংঘর্ষে দুটি ট্রাকই দুমড়ে মুচড়ে যায়। খুলনাগামী ট্রাকের চালক আমিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। অপর ট্রাকের চালক মো. সিরাজ ও তার ছেলে আসিব গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে।

ফকিরহাট থানার উপ পরিদর্শক (এসআই) এস এম রায়হান বলেন, নিহত আমিরুল ইসলাম চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সানঘাট গ্রামের মো. রইস উদ্দিনের ছেলে। তার বাড়িতে খবর পাঠানো হয়েছে। আহত বাবা ও ছেলেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকাটাইমস/২০ এপ্রিল/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সুজন গ্রেপ্তার
হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা