সপরিবারে করোনায় আক্রান্ত টঙ্গী পূর্ব থানার ওসি

নগর প্রতিবেদক, গাজীপুর
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২১, ২২:২৫| আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২২:৪০
অ- অ+

সারাদেশের মতো গাজীপুরে হু-হু করে বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। আক্রান্তদের তালিকার একটি বড় অংশ পুলিশ, ডাক্তার ও সাংবাদিক। এবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ জাবেদ মাসুদ, তার স্ত্রী ও বড় মেয়ে করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) ইলতুৎ মিশ ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ মাসুদ মুঠোফোনে বলেন, প্রথমে আমার স্ত্রী হঠাৎ করে স্বাদ-গন্ধের অনুভূতি পাচ্ছিল না। পরে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হলে সপরিবারে রবিবার শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো রিপোর্টে আমার এবং বড় মেয়ের শরীরেও করোনা শনাক্ত হয়। চিকিৎসকের পরামর্শে আমরা সবাই হোম আইসোলেশনে রয়েছি। সবাই সুস্থ আছি।

দেশবাসীর নিকট সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা