যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২১, ১০:২৭
অ- অ+

যুক্তরাষ্ট্রের ওহাইওর কলম্বাসে পুলিশের গুলিতে ১৬ বছরের এক কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত হয়েছে । কলম্বাসের দক্ষিণ-পূর্বাঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটনা ঘটে।

গেল বছর পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ ফ্লয়েড হত্যার ঘটনার বিচারের রায়ের ঠিক আগে আরেক কৃষ্ণাঙ্গ নিহত হলো। খবর ইয়াহু নিউজের

পুলিশ বলছে, একটি ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা। পরে ঠিক কি কারণে পুলিশ ওই কিশোরীকে গুলি করে তা জানা যায়নি। ঘটনার পরপরই কলম্বাসে কিশোরী হত্যার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ভুক্তভোগীকে একজন কর্মকর্তা গুলি করেছে। গুরুতর অবস্থায় তাকে মাউন্ট কার্মেল ইস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় কেউ আহত হয়নি।

পুলিশ ওই কিশোরীর পরিচয় প্রকাশ করেনি। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে নিহতের পরিবার জানিয়েছে, ১৬ বছর বয়সী কিশোরীর নাম মাকিয়াহ ব্রায়ান্ট।

কলম্বাসের মেয়র অ্যান্ড্রু গিনথার টুইট বার্তায় পুলিশের গুলিতে কিশোরী হত্যার কথা নিশ্চিত করেছেন। তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

ঢাকাটাইমস/২১এপ্রিল/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা