কাঁথায় রক্তের দাগ, লাশ পুকুরে

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২১, ২১:০৩
অ- অ+

কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের তিন দিন পর এনামুল হক দরবেশ (৬২) নামে এক ব্যাক্তি লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বাড়ির পাশের পুকুরের কাদা মাটিতে পুঁতে রাখা পুলিশ এ ব্যক্তির মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারের হাতে খুন হয়েছেন এনামুল হক।

নিহত এনামুল হক দরবেশ নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউপির জোড্ডা মিয়াজি বাড়ির মৃত শামসুল হকের ছেলে। তার ছয় সন্তান রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় এনামুল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নিহতের স্ত্রী পুকুরে পানি আনতে গিয়ে পায়ে কিছু লাগলে কাঁদামাটি তুলে দেখে এনামুলের লাশ। পরে পুলিশ খবর পেয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির ঘাড়ে ধারালো অস্ত্রে আঘাত, পিঠেও আঘাতের চিহ্ন রয়েছে। টিনসেডের ঘরের মাটির ফ্লোর অর্ধেক মাটি দিয়ে লেপে রাখে ঘরের বিভিন্ন দরজায় ও কাঁথার মধ্যেও রক্তের দাগ রয়েছে। ঘরের সামনে আঙ্গিনায় মাটিতে রক্তের দাগের উপর সিএনজিচালিত অটোরিকশা দাড় করিয়ে রাখা এসকল আলামতেরভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ছেলে সুমন, পুত্রবধূ ও স্ত্রী মিলে এনামুলকে হত্যার পর লাশ পুকুরে গুম করে রাখে। নিহত এনামুল হক কৃষি কাজের পাশাপাশি মাইজভান্ডারের ভক্ত ছিলেন।

নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় মামলা হবে তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় এএসপি চৌদ্দগ্রাম সার্কেল সাইফুল ইসলাম সাইফ ঘটনাস্থল পরিদর্শন করেন, কুমিল্লা পিবিআই, সিআইডি ক্রাইমসিন ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানালো তদন্তকারী সংস্থা
ফিরে দেখা ১২ জুলাই: ছুটির দিনের বিকালে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল সারা দেশ
হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রতিদিন হাঁটলে সুগার-কোলেস্টেরল মুঠোয় থাকবে, বাড়বে না ওজন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা