দুই ভাইকে বেঁধে চুল কেটে দেয়ায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২১, ২৩:০৪
অ- অ+

পাবনার ঈশ্বরদীতে দুই সহোদর ভাইকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে চুল কেটে দেওয়াসহ শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নির্দেশে শুক্রবার দুপুরে নির্যাতনকারীকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সাহাপুর ইউনিয়ন আওতাপাড়া নুরজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ভিলেজ ফ্রেশ ফুড এন্ড এগ্রো কোম্পানির মালিক জিসান (৩৫) তার প্রতিষ্ঠানে ভেজাল মধু সংগ্রহের দায়ে আল আমিন (২২) ও তার ভাই আলাল (১৫) কে পাশের আলাউদ্দিন বিশ্বাসের মিলের চাতালের বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে চুল কেটে দিয়ে শারীরিক নির্যাতন করে।

ভিলেজ ফ্রেশ ফুড-এর মালিক জিসান উপজেলার সাহাপুর ইউনিয়নের দীঘা গ্রামের রজব আলীর ছেলে। বর্তমানে তিনি ঈশ্বরদী শহরের মশুড়িয়াপাড়ায় বসবাস করেন। নির্যাতনের শিকার দুই ভাই আল আমিন এবং আলাল উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের বাসিন্দা।

জানা যায়, ভিলেজ ফুড এন্ড এগ্রো প্রতিষ্ঠানটিতে তেল, ডাল, মধুসহ বিভিন্ন পণ্য প্যাকেটজাত করে পাইকারিভাবে বিক্রয় হয়। আল আমিন এবং তার ভাই আলাল পেশায় মধু সংগ্রহকারী এবং তারা প্রায় এক বছর যাবত ওই প্রতিষ্ঠানটি মধু বিক্রয় করে আসছিল।

প্রতিষ্ঠানের মালিকের অভিযোগ, প্রথমদিকে তারা দুই ভাই খাঁটি মধু সংগ্রহ করলেও পরবর্তীতে তারা প্রতিষ্ঠানে ভেজাল মধু বিক্রয় করে। বিষয়টি দুই ভাইকে অবগত করলে তারা এর ক্ষতিপূরণ বাবদ বৃহস্পতিবার ১০ কেজি মধু প্রতিষ্ঠানটিতে নিয়ে আসে। জিসান তাদের দুই ভাইকে একসাথে পেয়ে পূর্বের মধুর সকল টাকা দাবি করেন এবং দুই ভাইকে প্রতিষ্ঠানের সামনে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মারপিট করেন এবং মাথায় মধু ঢেলে দিয়ে চুল কেটে দেন।

বিষয়টি ফেসবুকসহ সমাজের বিভিন্ন শ্রেণির লোকজনের নজরে এলে প্রতিষ্ঠানের মালিক ও অন্যান্য লোকজন আল আমিন এবং আলালের অভিভাবকদের ঘটনাস্থলে ডেকে তাদের দুজনকে বুঝিয়ে দেন। আল আমিন এবং আলাল অত্যন্ত গরিব ঘরের সন্তান। অন্যের জমিতে ঘর বানিয়ে বসবাস করেন। তাদের মা একজন ভিখারি।

দুই ভাইকে এভাবে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে শারীরিক নির্যাতন এবং চুল কেটে দেওয়ার ঘটনাটি পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানতে পেরে ঈশ্বরদী থানার ওসিকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম জানান, ঘটনার প্রেক্ষিতে অনুসন্ধান করে সত্যতা পাওয়ায় নির্যাতনকারী জিসানকে গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা