এফ ১৯ প্রো মডেলের নতুন সংস্করণ আনল অপো

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২১, ০৯:৫৩| আপডেট : ০৫ মে ২০২১, ০৯:৫৭
অ- অ+

ঈদে আপনজনের সাথে মুহূর্তগুলো আরো আনন্দময় করতে অপো নিয়ে এসেছে জনপ্রিয় এফ১৯ প্রো এর ঈদ সংস্করণ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে সীমিত আকারে ফোনটি দেশের বাজারে আনল অপো।

শাওয়াল মাসের চাঁদের রঙের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে বাজারে ক্রিস্টাল সিলভার কালারের ফোনটি নিয়ে আসে অপো। এর রেনো গ্লো ইফেক্ট ফোনের পেছনে ব্যবহারকারীর আঙুলের ছাপ পড়তে দেয় না। এর দুর্দান্ত ডিজাইন ও পারফরমেন্স ব্যবহারকারীকে দিবে নতুন অভিজ্ঞতা। যা উপহার হিসাবে দিলে বাড়িয়ে দিতে পারে ঈদের আনন্দকে।

ফোনটির এআই কালার পোর্ট্রেটে ভিডিও মোড এর সাথে রয়েছে ডুয়েল ভিউ ভিডিও ফিচার। এটি মনোক্রমে ব্যাকগ্রাউন্ড প্রদর্শনের সময় ন্যাচারাল কালারে সাবজেক্ট ম্যাটার ঠিক রাখে। ব্যবহারকারী একইসাথে ফোনটির রিয়্যার এবং ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করতে পারবেন। পুরো ক্যামেরা দুই ভাগে ভাগ হয়ে একাংশে ফ্রন্ট এবং অন্য অংশে রিয়্যার ক্যামেরায় ভিডিও দেখা যাবে।

তাছাড়া অন্যান্য অপো ফোনের মতো এর রয়েছে শক্তিশালী ক্যামেরা সেগমেন্ট। আছে পুরো কোয়াড ক্যামেরা সেট-আপ। এর ক্যামেরাগুলোর মধ্যে চারটি রিয়ার ও একটি ফ্রন্ট ক্যামেরা। ৩২ মেগাপিক্সেলের পাঞ্চ হোল সেলফি-শুটার দিয়ে দারুণ সব সেলফি তোলা যাবে। এটি দিয়ে যেকোনো আলোতে চমৎকার সব ছবি ক্যাপচার করা যাবে। ৪৩১০ এমএইচ ব্যাটারির ফোনটিতে রয়েছে ৩০ ওয়াট দ্রুত চার্জিং ভুক ফ্ল্যাশ চার্জার। যা দিয়ে মাত্র ৫ মিনিট চার্জে কথা বলা যাবে ৩.২ ঘণ্টা।

তাই দুর্দান্ত ক্যামেরা, ডুয়েল ভিউ ভিডিও ফিচার. পারফরমেন্স, ডিজাইন, স্টাইলিশ কালার ও ডিজাইনের কারণে এই ঈদে ফোনটি আপনার বা আপনার প্রিয়জনকে দেওয়ার জন্য হতে পারে ‘বেস্ট অপশন’।

ফোনটির বাজার মূল্য ধরা হয়েছে ২৮,৯৯০ টাকা।

তাছাড়া ঈদের ধামাকা অফার উপলক্ষে ফোনটি কিনলে ভাগ্যবান বিজয়ী জিক্সার মোটরবাইক, দশ হাজার টাকা ক্যাশব্যাক অথবা ডাটা বান্ডেল অফার পেতে পারেন। ভাগ্য ভালো থাকলে আরেকটি এফ১৯ প্রো জেতারও সুযোগ রয়েছে।

(ঢাকাটাইমস/৫মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে : রিজভী
ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ অনুমোদন
গোপালগঞ্জে সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়: ডিআইজি রেজাউল করিম
গোপালগঞ্জের ঘটনা এত পরিমাণে হবে গোয়েন্দা তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা