কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২১, ২০:৫৮
অ- অ+

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন বিদ্রোহী নিহত হয়েছেন, আটক হয়েছেন আরও একজন। গতকাল বুধবার রাতে কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় জেলা শোপিয়ানের কানিগাম এলাকায় এই ঘটনা ঘটে।

কাশ্মীর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কানিগাম এলাকায় বুধবার রাতে অভিযান শুরু করে নিরাপত্তারক্ষীরা। পুরো এলাকা ঘিরে ফেলেন তারা। নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেখেই গুলি চালাতে শুরু করে বিদ্রোহীরা। এ সময় পুলিশ ও সেনা সদস্যদের লক্ষ্য করে গ্রেনেডও ছোড়ে তারা।

বিদ্রোহীরা গুলি শুরু করলে পাল্টা গুলি শুরু করেন পুলিশ ও সেনাসদস্যরা। বুধবার রাতভর চলে এই সংঘাত।

বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তিন বিদ্রোহীকে নিহত এবং একজনকে জীবিত অবস্থায় দেখতে পান। জীবিত ওই বিদ্রোহী সদস্য আত্মসমর্পণ করেন।

পৃথক এক বিবৃতিতে ভারতের সেনা বাহিনী জানিয়েছে, নিহতরা সবাই স্থানীয় আল-বদর গোষ্ঠীর সদস্য। ওই দলে তারা নতুন যোগ দিয়েছিল। সেনাবাহিনী প্রথমে সেনা অনেক চেষ্টা করে যাতে তারা সবাই আত্মসমর্পণ করতে বাধ্য হয়। কিন্তু ১ জন ছাড়া বাকিরা গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও গুলি চালাতে শুরু করলে সংঘাত শুরু হয়।

সেনাবাহিনীর বিবৃতিতে আরো বলা হয়, হয়। আত্মসমর্পণকারীর নাম তৌসিফ আহমেদ।

(ঢাকটাইমস/০৬মে/কেআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
জেডআরএফের উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ
বোনকে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সোহেল তাজের সাক্ষাৎ
সংযুক্ত আরব আমিরাত থেকে বিনা মাসুলে রেমিটেন্স পাঠানোর সুবিধা চালু করেছে জনতা ব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা