পাবনায় আশ্রমের জমিতে ধান কাটা উৎসব

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ০৭ মে ২০২১, ১৬:৪৪
অ- অ+

পাবনার হিমাইতপুরে ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের জমিতে শুরু হয়েছে ধান কাটা উৎসব। শুক্রবার সকালে আশ্রমের পাশে নিজস্ব জমিতে ধান কাটা শুরু হয়।

করোনাকালে শ্রমিক সংকটের কারণে এবার ধান কাটা নিয়ে বিপাকে পড়েন আশ্রম কর্তৃপক্ষ। তবে সেই দুশ্চিন্তা কাটিয়ে সৎসঙ্গের কর্মীরা স্বেচ্ছাশ্রমে ধান কাটা উৎসবে অংশ নেন। তারা নিজেরা ধান কেটে আশ্রমে পৌঁছে দেন। ধান কাটা উৎসবে অংশ নেন আশ্রমের কর্মী অনন্ত সূত্রধর, তড়িৎ বর্মন, মলয় দেব, ধী শংকর, অনীশ ঢালী, ঋত্বিক দ্বিজেন, পিন্টুসহ অনেকে।

ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সাহা জানান, এ বছর তারা নিজস্ব ৭০ বিঘা জমিতে ধান চাষ করেছেন। কিন্তু করোনা ও লকডাউনের কারণে ধান কাটা নিয়ে দেখা দেয় শ্রমিক সংকট। ফলে আশ্রমের নিবেদিত প্রাণ কর্মীরা স্বেচ্ছাশ্রমে জমির ধান কেটে ঘরে তুলছে। দল বেঁধে তারা উৎসবমুখর পরিবেশে ধান কাটায় অংশ নেন তারা।

রঞ্জন কুমার সাহা জানান, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। উন্নত প্রযুক্তির মাধ্যমে অল্প জমিতে অধিক ধান উৎপাদনে সরকারের যে মিশন-ভিশন রয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ আশ্রম।

এ সময় আশ্রমের সহ প্রতিঋত্বিক গোপিনাথ কুন্ডু, নির্বাহী সদস্য বলাই কৃষ্ণ সাহা, চিত্তরঞ্জন দাস, কোষাধ্যক্ষ সুনীল রায় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৭মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা