দেশের মানুষ আ.লীগের ওপর ভরসা রাখে: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২১, ২১:২২
অ- অ+
ফাইল ছবি

স্বাধীনতার পর থেকেই দেশের মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত আওয়ামী লীগের ওপর ভরসা রাখে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি।

রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে অনলাইনে যুক্ত হয়ে দলটির বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির টেলিমেডিসিন সেবার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘বাংলাদেশ সৃষ্টির শুরু থেকে আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রথম থেকে করোনায় মারা যাওয়া ব্যক্তির লাশ দাফন শুরু করে ছাত্রলীগ। নেতাকর্মীরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছে তা অনুকরণীয়। আমাদের দলীয় নেতাকর্মী ও তার সহযোগী সংগঠন ছাড়া দেশের মানুষের পাশে আর কোনো রাজনৈতিক সংগঠন দাঁড়ায়নি। তারা মানুষের সেবায় নিয়োজিত ছিল। এজন্য মানুষ আমাদের নেতাকর্মীদের ওপর নির্ভর করে, ভরসা রাখে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনার এ সময়ে আমাদের সবাইকে সচেতন হয়ে চলতে হবে। প্রতিবেশী দেশ ভারতের অবস্থা কতটা ভয়ংকর তা আমাদের সবার জানা। কোনোভাবেই করোনা নিয়ে উদাসীন হওয়া যাবে না। উদাসীন হলে যেকোনো মুহূর্তে বিপর্যয় নেমে আসতে পারে।’

দীপু মনি বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে কিছু মানুষ ঈদের কেনাকাটায় উন্মাদ হয়ে গেছে। এ উন্মাদনা নিজের ও পরিবারের জীবন বিপন্ন করতে পারে। যেভাবে মানুষ কেনাকাটার জন্য ছোটাছুটি করছে, বাড়িতে যেতে ঘাটে ভিড় করছে, এর ফল আরও ১৫ দিন পরে ভোগ করতে হবে।’

এ সময় শিক্ষামন্ত্রী প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দেশের বিভিন্ন অঞ্চলে গাছের চারা রোপণ ও ১৫০ চিকিৎসকের সমন্বয়ে টেলিমেডিসিন সেবা চালুর জন্য আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিকে ধন্যবাদ জানান।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের প্রধান বিজ্ঞানী অধ্যাপক ড. সমীর কুমার সাহা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মাহতাব আল মামুন স্বপ্নীল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী প্রমুখ।

(ঢাকাটাইমস/০৯মে/টিএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ জন নিহত
মধুমতি নদীতে জেলেকে পিটিয়ে হত্যা, মামলার এজাহারনামীয় আসামি সানি গ্রেপ্তার
ভাঙ্গা সার্কেল অফিস ও ভাঙ্গা থানা পরিদর্শন করলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক
বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা