আমি রোনালদোর সঙ্গে খেলতে চাই: নেইমার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২১, ১২:৪০| আপডেট : ১২ মে ২০২১, ১২:৫৫
অ- অ+

বার্সেলোনায় থাকাকালে মেসি-সুয়ারেজ-পিকেদের সঙ্গে খেলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। আর এখন পিএসজিতে এমবাপ্পে এবং ডি মারিয়ার মতো তারকারা রয়েছে তার সতীর্থ হিসেবে। কিন্তু পর্তুগিজ সুপারস্টারে সঙ্গে খেলা হয়নি তার। ফুটবল ক্যারিয়ারে সিআর সেভেনের সঙ্গে খেলা ইচ্ছা রয়েছে নেইমারের। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানান তিনি।

ফ্রান্সের স্থানীয় সংবাদমাধ্যমে নেইমার বলেছেন, ‘আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খেলতে চাই। এরই মধ্যে মেসি এবং এমবাপের মতো গ্রেট ফুটবলারদের সঙ্গে খেলেছি আমি। কিন্তু এখনও রোনালদোর সঙ্গে খেলা হয়নি আমার।’

পর্তুগিজ সুপারস্টারের সঙ্গে খেলার ইচ্ছা জানানোর পাশাপাশি নিজের নিজের সবচেয়ে বড় স্বপ্নের কথাও শেয়ার করেছে ২৯ বছর বয়সী এই ফুটবল তারকা। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বকাপ জিততে চাই। এটাই আমার সবসময়ের সবচেয়ে বড় স্বপ্ন। তবে পিএসজির হয়েও সব শিরোপা জিততে চাই আমি। আমার বয়স এখন প্রায় ৩০ এবং ব্যক্তিগত দিক থেকে আমার ক্যারিয়ার এখন পর্যন্ত বেশ ভালো।’

(ঢাকাটাইমস/১২মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবেন ট্রাম্প
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সুজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা