চোখের ভাষার পক্ষপাতে

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
 | প্রকাশিত : ১৫ মে ২০২১, ২১:৪৫

তোমার চোখের ভাষায় আমার টান লেগেছে প্রাণে,

তবে মুখের ভাষায় দেখি ভিন্ন কথার মানে।

চোখের ভাষা, মুখের ভাষা এক যদি না হয়,

কেমন করে ঘটবে মনের কথার সমন্বয়?

দখিন হাওয়ায় প্রেমের পাখা কেমন করে মেলবে,

কেমন করে কথার ছায়া আলোর দ্যোতি ফেলবে?

লাল গোলাপের মুকুল-কলি কেমন করে ফুটবে,

প্রজাপতির ভাবের সোহাগ ফুলের কি আর জুটবে?

কদম ফুলের মঞ্জরি কি পুলক দোলায় দুলবে,

বৃষ্টি ফোঁটার চুপকথা কি কথার ঝাঁপি খুলবে?

বাবুই কি আর ভাব জমাবে জোনাক পোকার সঙ্গে,

জ্যোৎস্নাপরি সাজবে কি আর রূপের চতুরঙ্গে?

সরল রেখায় চলে যদি মনের গোপন কথা,

তবেই চোখে ফুটবে ভাবের আসল ব্যকুলতা।

চোখের ভাষায়, মুখের ভাষায় হলে মতান্তর,

সেই বিবাদের ঘোরে আমার কাটবে যুগান্তর।

চোখের ভাষা সত্যি হবে মুখের ভাষার চেয়ে,

সে বিশ্বাসে হলেম আমি ভাবের নদীর নেয়ে।

জানি তোমার মুখের ভাষা লাজের ঘেরে বন্দী,

তাইতো চোখের ভাষার সঙ্গে আমার গভীর সন্ধি।

আমি কেবল চোখের ভাষার ভাবেই বাঁধি ঘর,

মুখের ভাষার ঘর জোটে না,হারায় তেপান্তর।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :