অলিম্পিকজয়ী কুস্তিগিরের নামে গ্রেপ্তারি পরোয়ানা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২১, ১২:৫৮| আপডেট : ১৬ মে ২০২১, ১৩:১৩
অ- অ+

খুনের মামলার কবলে পড়েছেন ভারতের হয়ে অলিম্পিকে দুইবার পদকজয়ী কুস্তিগির তারকা সুশীল কুমার। আপাতত তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার দায়ের সুশীলের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দিল্লির পুলিশ।

ঘটনায় জড়িত আরও ৬ জনের বিরুদ্ধেও একই পরোয়ানা জারি করা হয়েছে। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেছে।

এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায় যে, মডেল টাউন এলাকায় ফ্লাট খালি করাকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে ছত্রসাল স্টেডিয়ামে কুস্তিগিরদের দুটি দলের মধ্যে কথা কাটাকাটি এবং পরে মারামারি শুরু হয়। যার মধ্যে মারা যান ২৩ বছর বয়সী কুস্তিগির সাগর। তিনি দিল্লি পুলিশের একজন হেড কনস্টেবলের ছেলে ছিলেন।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারামারির ওই ঘটনায় মুখ্য ভূমিকা পালন করেছেন সুশীল। সাগরের মৃত্যুর খবর জানার পর তিনি গা-ঢাকা দিয়েছেন তিনি। ৩৭ বছর বয়সী এই ক্রীড়াবিদকে নিয়ে তাই পুলিশের সন্দেহ আর ঘণীভূত হয়েছে।

(ঢাকাটাইমস/১৬মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একদিনে ৩ দেশের ওপর বিমান হামলা ইসরায়েলের
খুলনায় তাসলিমার পাশে দাড়াঁল ‘স্বপ্ন’
ট্রাম্পের বাণিজ্য চুক্তি ও শুল্ক স্থগিত ঘোষণায় বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ, এনটিআরসিএ ভবন ঘেরাও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা