একদল বন্যহা‌তির আক্রমণে প্রাণ গেল কৃষকের

রাঙ্গু‌নিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২১, ১৮:০০
অ- অ+

চট্টগ্রামের রাঙ্গু‌নিয়ায় একদল বন্যহা‌তির আক্রমণে কাজী আবুল হা‌শেম আবু (৬৫) না‌মে এক কৃষ‌কের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সা‌ড়ে ৮টায় পদুয়া ইউ‌নিয়‌নের ত্রিপুরা সুন্দরী গ্রা‌মে এই ঘটনা ঘটে।

নিহ‌তের ছে‌লে মহ‌সিন ব‌লেন, ‘সকা‌লে ত্রিপুরা সুন্দরী পাহা‌ড়ের পাদ‌দে‌শে আমাদের কৃ‌ষি জ‌মি‌তে বাবা কাজ কর‌তে যায়। কিছু বু‌ঝে উঠার আগে ১০-১৫‌টি বন্যহা‌তি আমার বাবাকে আক্রমণ ক‌রে। পরে গুরুতর আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে হাসপাতা‌লে নি‌লে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।’

স্থানীয় কৃষক আবুল কালাম জানান, প্র‌তিবছর ধান পাক‌লে বন্যহা‌তির দল‌ লোকাল‌য়ে আসায় ফসলের ব্যাপক ক্ষ‌তিসহ অ‌নেক কৃষককের এভাবে মৃত্যু হয়েছে। বন‌ বিভাগ‌কে হা‌তি তাড়ানোর জন্য কৃষকরা অনু‌রোধ কর‌লেও তারা কার্যকর কোনো উ‌দ্যোগ নেয়নি। ফ‌লে ত্রিপুরা সুন্দরী এলাকার শতশত কৃষক জানমা‌লের ক্ষতির সম্মু‌খীন হ‌চ্ছেন।

তবে রাঙ্গু‌নিয়া বন‌রেঞ্জ কর্মকর্তা মাসুম ক‌বির বলেন, ‘খাবা‌রের সন্ধা‌নে লোকাল‌য়ের কা‌ছে চলে আসা হা‌তিগু‌লো তাড়া‌তে আমরা চেষ্টা চালাচ্ছি।’

রাঙ্গু‌নিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মাহাবুব মি‌ল্কি বলেন, ত্রিপুরা সুন্দরী গ্রামে বন্যহা‌তির আক্রমণে এক কৃষ‌কের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬মে/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ অতিরিক্ত ডিআইজিসহ ১৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা মির্জা ফখরুলের 
ফুটবলার ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান
ত্রিপুরায় রেড অ্যালার্ট, কুমিল্লায় আতঙ্কে বাড়ি ছাড়ছে গোমতীপারের মানুষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা