যমুনার চোরাবালিতে আটকে তিন বোনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২১, ১৭:৫৭| আপডেট : ১৮ মে ২০২১, ১৮:০২
অ- অ+

গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীর চোরাবালিতে আটকে সহোদর দুই বোনসহ তিন বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকাল তিনটার দিকে উপজেলার চিনিরপটল এলাকায় যমুনা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পৃথী আক্তার, ঋতু আক্তার, অনামিকা।

এদের মধ্যে প্রীতি আক্তার ও ঋতু আক্তার আপন দুই বোন। অনামিকা আক্তার তাদের মামাতো বোন। এদের তিনজনের বাড়ি রংপুর জেলা শহরের বাবুপাড়া এলাকায়।

স্থানীয়রা জানান, রংপুর থেকে বড় ভাই পার্থ মিয়ার বাড়ি সাঘাটায় বেড়াতে আসেন পৃথী, ঋতু ও অনামিকা। সকালে তিন বোন একসঙ্গে মিলে সাঘাটার চিনিরপটল এলাকার যমুনা নদীর বালু চরে ঘুরতে যান। ফেরার পথে ছোট বোন অনামিকা পানিতে পড়ে গিয়ে তার পা চোরাবালিতে আটকে যায়। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে ঘটনাস্থলেই তিন বোনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের তিনজনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে ঢাকাটাইমসকে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮মে/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা