যে কারণে বন্ধ হয় এসএ টিভি ও চ্যানেল নাইন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২১, ১৭:৪১
অ- অ+

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার সাময়িক বন্ধ করেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার পর চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ করা হয়। জানা গেছে, স্যাটেলাইটের ট্রান্সপন্ডার ভাড়া বকেয়া রাখায় তাদের সম্প্রচার বন্ধ করা হয়েছে। বিল পরিশোধ করায় ইতোমধ্যে এসএ টিভির সম্প্রচার চালু করা হয়েছে। আর রবিবার চালু হবে চ্যানেল নাইন।

শুক্রবার দুপুরে গণমাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১–এর মাধ্যমে সম্প্রচার হওয়া এসএ টিভি ও চ্যানেল নাইন—এ দুটি চ্যানেলের ট্রান্সপন্ডার বিল কিছু বকেয়া ছিল। এ কারণে চ্যানেল দুটি বন্ধ করে দেয়া হয়েছে।

জানা গেছে, বিল বকেয়া হওয়ায় টিভি চ্যানেলকে দুটোকে চিঠি দিয়ে তা পরিশোধের বিষয়ে বলা হয়েছিল। চ্যানেল কর্তৃপক্ষকে চিঠিতে বলা হয়েছিল, বকেয়া বিল ১১ মে–এর মধ্যে পরিশোধ না করা হলে, চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করা হবে। যেসব টিভি চ্যানেলের বকেয়া বিল আছে, তাদের সবাইকেই চিঠি দেয়া হয়েছিল।

বিল পরিশোধ করায় ইতোমধ্যে এসএ টিভির সম্প্রচার চালুর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান শাহজাহান মাহমুদ। বলেন, কিছুক্ষণের মধ্যেই চ্যানেলটি চালু হয়ে যাবে। আর চ্যানেল নাইন চালু হবে রবিবার।

তিনি বলেন, ‘বকেয়া বিল অবশ্য খুব সামান্য টাকা। কিন্তু পরিশোধের বিষয়ে তাগাদা দিলেও চ্যানেল কর্তৃপক্ষ আমলে নেয়নি। ১১ মে চ্যানেল দুটি বন্ধ করার কথা ছিল আমাদের। পরে সেটি পিছিয়ে গতকাল করা হয়েছে। স্যাটেলাইট কর্তৃপক্ষ সম্প্রচারের জন্য অগ্রিম ভাড়া নেয় না। এটা বকেয়া টাকা।’

দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৩৫টি টিভি চ্যানেল আছে। বর্তমানে সব টিভি চ্যানেলই সম্প্রচারিত হচ্ছে ২০১৮ সালের ১২ মে মহাকাশে উৎক্ষেপিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর মাধ্যমে।

বিএসএ-১ উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে ঢুকে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২১মে/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিক কাদের গনি চৌধুরীকে দেখতে হাসপাতালে পেশাজীবী নেতৃবৃন্দ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আ.লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সংকট চরমে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা