বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ২-০ গোলে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২১, ২২:৩৬| আপডেট : ০৭ জুন ২০২১, ২২:৪৯
অ- অ+

ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের আগের ম্যাচে শক্তিশালী আফগানিস্তানকে রুখে দিয়ে উজ্জীবিত ছিল বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে কিছু একটা করার তাড়না ছিল জামাল ভূঁইয়াদের মধ্যে। প্রথমার্ধের খেলায় তার প্রতিফলনও দেখা যায়। ভারতের আক্রমণকে ঠেকিয়ে বারবার পাল্টা আক্রমণে উঠছিল মতিন মিয়ারা। তবে খেলার দ্বিতীয়ার্ধে কপাল পুড়ে বাংলাদেশের। ভারতের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হেরে যায় লাল-সবুজের পতাকাবাহীরা।

২০২২ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচের দ্বিতীয় রাউন্ডে সোমবার মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় রাত ৮টায় দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

এদিন ভারত একাদশ সাজিয়েছিল দুই ফরোয়ার্ড নিয়ে এবং বাংলাদেশ সাজায় এক ফরোয়ার্ড নিয়ে। কাতারের বিরুদ্ধে ০-১ গোলে হেরে যাওয়ার পর বাংলাদেশের বিপক্ষে ভারত সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। প্রথম থেকে আক্রমণও চালিয়েছিল দুর্দান্তভাবে। কিন্তু জালের দেখা পায়নি। বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে উঠে ভারত।

ম্যাচের ৭৯তম মিনিটে গোল করেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। আশিক কুরুনিয়ানের বাঁ দিক থেকে বাঁকানো ডেলিভারি থেকে সুনীল বল পান। তপু বর্মনকে পেছনে রেখে তিনি গোল করেন। এতে ১-০ গোলে এগিয়ে যায় ভারত।

পরে ম্যাচের ৯২তম মিনিটে ভারতের গোল পার্থক্য ২-০ করে দেন সেই সুনীল। ১১ ম্যাচ পর কোনো আন্তর্জাতিক ম্যাচে জয় পেল ভারতীয় ফুটবল দল। এতে ভারতের ঝুলিতে যুক্ত হয় ৩ পয়েন্ট।

এর আগে গত ৩ জুন যেকোনো বিচারে শক্তিমত্তায় এগিয়ে থাকা আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। সেদিন ম্যাচের ৮৪ মিনিটে সেন্টারব্যাক তপু বর্মণের গোলে জয়ের মতোই স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ঢাকাটাইমস/০৭জুন/ ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজারের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১ জন আটক
গোপালগঞ্জে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সরকারের তদন্ত কমিটি গঠন
অর্ধশত মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল মোহাম্মদপুর থানা পুলিশ
সব অপরাধী ধরা না পড়া পর্যন্ত গোপালগঞ্জে অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা