বাসে অজ্ঞাত পরিচয় যাত্রীর লাশ

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২১, ২২:৫২| আপডেট : ০৯ জুন ২০২১, ১১:২৫
অ- অ+

ঢাকা-সিলেট মহাসড়কের একটি যাত্রীবাহী বাস থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়কের নরসিংদীর ভেলানগরস্থ জেলা কারাগারের সামনে একটি বাস থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ‘সিলেটের হুমায়ূন চত্বর থেকে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাসে উঠেন ওই বৃদ্ধ। ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় তার নামার কথা থাকলেও তিনি নামেননি। পরে বাসটি নরসিংদীর রায়পুরার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ঘুমন্ত মনে করে ওই বৃদ্ধ যাত্রীকে ডাকাডাকি করেন বাসের সহকারী ও যাত্রীরা।

এসময় তাকে সিটে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে নরসিংদীর ভেলানগরে জেলা কারাগারের সামনে বাসটি থামিয়ে উপস্থিত পুলিশকে অবহিত করেন বাসের চালক ও সহকারী। এসময় পুলিশ আনুমানিক ৭৫ বছর বয়সী দাড়িওয়ালা ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। কিন্তু পরিচয় শনাক্ত করতে পারেনি। তার সঙ্গে কোন কাগজপত্র বা মোবাইল ফোনও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

নরসিংদী সদর মডেল থানার ওসি সওগাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

(ঢাকাটাইমস/৮জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা