চলাচলের উপযোগী করে তোলা হলো সেই সড়ক

মুজাহিদুল ইসলাম নাঈম, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২১, ২২:১৯
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ব্যস্ততম সড়কের মধ্যে অন্যতম একটি সড়ক আলফাডাঙ্গা-গোপালপুর সড়ক। সড়কে কার্পেটিং ও ইট উঠে গিয়ে তৈরি হয়েছে ছোট-বড় গর্তের। বিশেষ করে গোপালপুর বাজার সংলগ্ন স্থান থেকে কামারগ্রামের রাস্তার সম্পূর্ণ অংশের কার্পেটিং ও ইট উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়। ওই সব গর্তে বৃষ্টির পানি জমে প্রায় ডোবায় পরিণত হয়। এতে এ পথে চলাচলকারীরা ভোগান্তিসহ শিকার হচ্ছিলেন নানা দুর্ঘটনার।

এ নিয়ে গত মঙ্গলবার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল 'ঢাকাটাইমস২৪.কম' ও বুধবার দৈনিক ঢাকা টাইমস-এ 'আলফাডাঙ্গা-গোপালপুর সড়কের বেহাল অবস্থায় দুর্ভোগ চরমে' শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদের নজরে আসে। তারপর বৃহস্পতিবার প্রায় চার ঘণ্টা উপজেলা চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে থেকে আপাতত চলাচলের উপযোগী করে তোলার জন্য ইটের খোয়া, রাবিশ ও বালু দিয়ে গর্তগুলো ভরাটের ব্যবস্থা করেন। এতে যেন স্বস্তি ফিরে আসে স্থানীয় জনগণের মধ্যে।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ বলেন, ‘এই রাস্তাটি সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়াধীন। অচিরেই টেন্ডার হয়ে যাবে সংস্কারের জন্য। আপাতত এই এলাকার জনদুর্ভোগ এড়ানোর জন্য ইটের খোয়া, রাবিশ ও বালুর সমন্বয়ে এ রাস্তা সংস্কার করে দেয়া হলো। দ্রুতই এ রাস্তার টেন্ডার প্রক্রিয়া শেষ হবে বলে আমি আশা করি।'

(ঢাকাটাইমস/১০জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা