ভোলায় নিখোঁজের ৫ দিন পর দুই স্কুলছাত্রী উদ্ধার

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২১, ১২:৫৯| আপডেট : ১২ জুন ২০২১, ১৩:০২
অ- অ+

ভোলায় নিখোঁজের পাঁচদিন পর ঢাকা ও গাইবান্ধা থেকে রিমা আক্তার (১৫) এবং সুমনা আক্তার নামে স্কুলপড়ুয়া দুই ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তারা সম্পর্কে চাচাত-জেঠাত বোন।

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে পরিবারের কাছে এদের হস্তান্তর করা হয়। এর আগে গত ৬ জুন রিমা ও সুমনা তাদের বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তাদের পরিবারের পক্ষ থেকে ভোলা থানায় দুইটি নিখোঁজ ডায়েরি করা হয়।

রিমা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ছিফলী গ্রামের মো. হোসেনের মেয়ে ও মনেজা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সুমনা একই এলাকার মো. আমির হোসেনরে মেয়ে ও স্থানীয় জামিরালতা ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, রিমা ও সুমনার পরিবার নিখোঁজ ডায়েরি করার পর ভোলা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম র‌্যাব ও গাইবান্ধা জেলার পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগর ও গাইবান্ধা জেলায় অভিযান চালানো হয়। পরে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ভিকটিম সুমনা আক্তারকে গাইবান্ধা জেলা ও রিমা আক্তারকে ঢাকা থেকে উদ্ধার করা হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া ভিকটিমরা মোবাইলে প্রেমের সম্পর্ক করে বাড়ি থেকে চলে যায়। পরে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

(ঢাকাটাইমস/১২জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা