টাঙ্গাইলে করোনায় মৃত ১০০ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ২২ জুন ২০২১, ২১:৩৭
অ- অ+

টাঙ্গাইলে করোনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো। গত চব্বিশ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হলো ১০১। এছাড়া মঙ্গলবার নতুন করে আরো ১২১ জন আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত কালিহাতী উপজেলার একজন এবং সখীপুর উপজেলার একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ে ৩৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২১ জন আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। আক্রান্তের হার শতকরা ৩৬ দশমিক ১১ ভাগ।

আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৫৩ জন, কালিহাতীতে ১৫ জন, দেলদুয়ারে ১৩ জন, ঘাটাইলে ১০ জন, মির্জাপুরে আটজন, নাগরপুর ও ধনবাড়িতে ছয়জন করে, গোপালপুর ও মধুপুরে তিনজন করে এবং ভুঞাপুর ও বাসাইলে দুইজন করে। জেলায় গত ১০দিন ধরে করোনা আক্রান্তের হার ৩২ শতাংশের উপরে রয়েছে।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা হলো ছয় হাজার ৩৯৫ জন। এদের মধ্যে আরোগ্য লাভ করেছেন চার হাজার ৪০৪ জন।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান জানান, স্বাস্থ্য বিধি মেনে না চলায় করোনা সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রোধে মঙ্গলবার থেকে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় সাতদিনের কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছর ৮ এপ্রিল জেলার মির্জাপুরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ওই মাসেই ঘাটাইলে করোনা আক্রান্ত মহিউদ্দিন নামে এক কলেজছাত্রের প্রথম মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/২২জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা