অর্থ জালিয়াতির অভিযোগ থেকে মুক্ত মেসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২১, ১০:৫৯| আপডেট : ১৭ জুলাই ২০২১, ১১:০৩
অ- অ+

অবশেষে স্পেনের আদালত থেকে স্বস্তির খবর পেলেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। তার বিরুদ্ধে থাকা অর্থ জালিয়াতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। ফেডেরিক রেত্তোরি নামক এক আর্জেন্টাইন ব্যক্তি মেসির নামে এই অভিযোগ করেছিলেন।

রেত্তোরি আর্জেন্টাইন হলেও থাকেন স্পেনেই। তার মতে, তিনি নিজে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসির স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করতেন। আর সেখানে তিনি অর্থ জালিয়াতির বিষয়টি প্রত্যক্ষ করেন। এরপরই মেসির নামে আনেন অভিযোগ। এর আগেও ২০১৯ সালে একই অভিযোগ করেছিলেন রেত্তোরি। সেবারেও তাঁর অভিযোগ নাকচ করে দেওয়া হয়।

দ্বিতীয়বার মেসির নামে অভিযোগ পেয়ে তদন্তে নামে স্পেনের পুলিশ। কিন্তু তদন্ত শেষে জালিয়াতি সংক্রান্ত কোনো কাজ চোখে পড়েনি।

উল্টো ওই ব্যক্তিকে নিয়ে দেখা দিয়েছে সংশয়। তিনি যে, মেসির স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করতে তার কোনো প্রেমাণ পাওয়া যায়নি। আর ‘এল বুয়েন ক্যামিনো’নামক এক সংস্থার প্রধান হিসেবে নাম পাওয়া গিয়েছে।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতি হওয়া বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ ৭ জন গ্রেপ্তার
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা