স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলফাডাঙ্গায় ত্রাণ বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২১, ১৮:০৫
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় কেক কাটা ও ত্রাণ বিতরণের মধ্য দিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরবজ্জল সাফল্য ও সংগ্রামের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক অবৈতনিক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটেন সংগঠনটির নেতারা। পরে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন।

এ সময় পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সুজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান তুষার, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান কদর, উপজেলা যুবলীগ নেতা ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন বলেন, ‘এ বছর স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অন্যান্য বছরের মতো ব্যাপক আয়োজন না থাকলেও করোনা ভাইরাসের কারণে সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।’

(ঢাকাটাইমস/২৭জুলাই/এসএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এখনই, ৬০ ব্রিটিশ এমপির খোলা চিঠি
গোসলের পর ওজু করতে হবে কি? ইসলামী বিধান যা বলে
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রথম ঐতিহাসিক সমাবেশ করতে যাচ্ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা