বিলে নৌকাডুবি, নাতিকে বাঁচাতে গিয়ে দাদার মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২১, ১১:৪৯| আপডেট : ৩০ জুলাই ২০২১, ১২:২২
অ- অ+

গাজীপুরের কালীগঞ্জে বিলে নৌকাডুবির ঘটনায় দশ বছরের নাতিকে বাঁচাতে গিয়ে সুবল বেঞ্জামিন ক্রুশ (৭০) নামে এক বৃদ্ধের নিহত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার নাগরী ইউনিয়নের করান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক।

নিহত সুবল বেঞ্জামিন উপজেলার নাগরী ইউনিয়নের করান এলাকায় বাসিন্দা ছিলেন।

ওসি জানান, নাতি প্রিপেলে ক্রুশকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে বিলে মাছ শিকারে যায় দাদা সুবল বেঞ্জামিন। এক পর্যায়ে বিলের মাঝে গিয়ে তাদের নৌকাটি ডুবে যায়। এসময় নাতিকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে নিজেই বিলের পানিতে ডুবে যান সুবল বেঞ্জামিন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সুবল বেঞ্জামিনকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মানিষা চন্দ্র বলেন, সুবল বেঞ্জামিন ক্রুশকে মৃত অবস্থায় বিকালে হাসপাতালে আনা হয়েছিল।

এ ঘটনায় থানায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মিজানুল হক।

(ঢাকাটাইমস/৩০জুলাই/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
চাঁদপুরে খুতবার ‘ভুল ব্যাখ্যা’কে কেন্দ্র করে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা, হামলাকারী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা