বাংলাদেশের বিপক্ষে মেরেডিথকে পাচ্ছে না অস্ট্রেলিয়া

বাংলাদেশ-অস্ট্রেলিয়া মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আর মাত্র একদিন বাকি। এর মধ্যেই দুঃসংবাদ পেল সফরকারীরা। চোটের কারণে এবার ছিটকে গেলেন অজি পেসার রিলে মেরেডিথ। সোমবার এক বিবৃতিতে এমন তথ্যই দিয়েছে দেশটির টিম ম্যানেজমেন্ট।
ওয়েস্ট ইন্ডিজ সফরের ন্যায় বাংলাদেশে আসেননি অস্ট্রেলিয়ার তিন তারকা ক্রিকেটার স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েল। এরপর ইনজুরিতে পড়ার কারণে উইন্ডিজ সিরিজটাই ভালোভাবে সম্পন্ন করতে পারেননি দলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এবার সেই তালিকায় যুক্ত হলেন উদীয়মান ক্রিকেট তারকা রিলে মেরেডিথ। সাইড স্ট্রেইনের কারণে ছিটকে গেছেন তিনি।
মেরেডিথের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে সফরে আসা নাথান এলিস। বিগব্যাশে হোবার্ট হ্যারিকেনের হয়ে খেলেন তিনি।
উল্লেখ্য, সিরিজের প্রথম টি-টোয়েন্টি মঙ্গলবার (৩ আগস্ট)। এরপর ৪, ৬, ৭ এবং ৯ আগস্ট বাকি ম্যাচগুলো। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ভেন্যু মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
ঢাকাটাইমস/০২আগস্ট/এমএম)

মন্তব্য করুন