বাড়ি থেকে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২১, ২১:৪৯
অ- অ+

শেরপুরের শ্রীবরদীর একটি খাল থেকে নয়ন মিয়া (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার গড়জরিপা ইউনিয়নের শৈলরপাড় টানা ব্রিজের পাশের খাল থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

নয়ন পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের লয়খা গ্রামের আসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নয়ন জন্মের পর থেকে মৃগী রোগে আক্রান্ত ছিল। স্বজনদের না জানিয়ে সোমবার বাড়ি থেকে বের হয় সে। পরে অনেক খোঁজখবর নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে শৈলরপাড় এলাকার একটি খালের পানিতে এক কিশোরের লাশ ভাসতে দেখে এলাকাবাসী।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ তথ্য পেয়ে নয়নের স্বজনরা থানায় গিয়ে লাশ শনাক্ত করে।

ওই কিশোরের লাশ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস।

(ঢাকাটাইমস/৩আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা