যশোরে আরও সাতজনের মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ১৮:৪৭
অ- অ+

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং দেহে ভাইরাসের উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছেন ১৫০ জন। যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ এই তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার ৬৬৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২৬ শতাংশ। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ৯০ জন, ঝিকরগাছায় ১১ জন, অভয়নগরে ১৭ জন, মনিরামপুরে পাঁচজন, বাঘারপাড়ায় তিনজন, শার্শায় ১৪ জন এবং চৌগাছা উপজেলায় ১০ জন।

জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৯ হাজার ২৯৪ জন এবং সুস্থ হয়েছে ১৫ হাজার ৫৩২ জন। করোনা পজেটিভ রোগী মারা গেছে ৩৬৮ জন।

যশোর জেনারেল হাসপাতালে সাতজনের করোনায় মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১০৪ জন।

(ঢাকাটাইমস/৪আগস্ট/এসএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা