বিরামপুর প্রেসক্লাব সভাপতির ইন্তেকাল

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৮ | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৩২

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ ১১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ও বিজয় টিভির বিরামপুর প্রতিনিধি শাহীনুর আলম শাহীন (৪৬)। রাজধানী ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার দুপুর আড়াইটায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

গত ২৯ আগস্ট বিরামপুর শহর থেকে মোটরসাইকেলে করে পাশের ফুলবাড়ি উপজেলায় যাওয়ার সময় জয়নগর এলাকায় একজন বাইসাইকেলচালককে সাইড দিতে গিয়ে মহাসড়কে ছিটকে পড়ে মাথায় মারাত্মকভাবে আঘাত পান। পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করানো হয়। সেখানে তিন দিন চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকার আগারগাঁও-এ নিউরোসাইন্স মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। এর দুইদিন পর তাকে মহাখালির আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত শাহীনের ছোটভাই রিয়াজুল ইসলাম জানান, ‘মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তির পর থেকেই শাহীন ভাইয়ের শারীরিক অবস্থার কখনো উন্নতি, আবার কখনো অবনতি হচ্ছিল। সেখানে এভাবেই কয়েকদিন পার হয়েছে। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রেসক্লাবের সভাপতির এ অকাল মৃত্যুতে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার, পৌর মেয়র অধ্যাপক মো. আককাস আলী, থানার ওসি সুমন কুমার মহন্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মশিউর রহমান শোক প্রকাশ করেছেন।

(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

এই বিভাগের সব খবর

শিরোনাম :