আমার বাবার গল্প

সালেহ উদ্দিন
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৮
অ- অ+

প্রতিদিনই কিছু না কিছু লিখেছি। সাংবাদিকতার কারণে প্রতিদিনই লিখতে হয়। একটা সময় ছিল লিখতে লিখতে আঙ্গুলে ব্যথা হতো। নিম্ন আদালতে যেদিন ‘বঙ্গবন্ধু হত্যা ‘মামলার রায় ঘোষণা করা হয়, সেদিন লিড নিউজসহ ১৪ টি রিপোর্ট লিখতে হয়েছিল। সংবাদপত্রে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে আমি এতো লিখেছি , লিখছি - সেই আমি বাবা চলে যাওয়ার পর এই পনেরো বছরে তাকে নিয়ে কোনো একটা কথাও লিখিনি। লিখতে পারিনি।

আমার বাবা খুব সাধারণ মানুষ ছিলেন কিন্তু তার জীবনের গল্প অসাধারণ। এই অসাধারণ গল্পটা শুরু করব কোন জায়গা থেকে আনমনে চোখের জলে শুধু তাই ভাবছি। আজ শুধু একটি কথা বলব - তিনি খুবই দরদী মানুষ ছিলেন। মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাসী একজন অসম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। চুনারুঘাটের প্রতিটি স্হানে তার পদচিহ্ন রয়েছে।

বাবাকে আমি প্রতিদিনই আমার সঙ্গে পাই। তিনি আছেন আমার সঙ্গে। প্রতিদিনই তাঁর সঙ্গে আমার দেখা হয়, কথা হয়। বাবা, আপনি যেখানেই আছেন, ভালো থাকবেন।

লেখক: সম্পাদক, আইন আদালত সংবিধান ও নির্বাচন কমিশন অ্যাফেয়ার্স, ইত্তেফাক

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা