মোদির জন্মদিনে দুই কোটি মানুষকে টিকা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২২:০৭
অ- অ+
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিন আজ (শুক্রবার)। এদিন করোনার টিকা দেয়ার রেকর্ড গড়েছে দেশটি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে দেশটির প্রায় ২ কোটি ২০ লাখ মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এদিন ২ কোটি মানুষ টিকা দেয়ার লক্ষ্য ঠিক করেছিল। কিন্তু সন্ধ্যা সাতটা পর্যন্ত ২ কোটি ২০ লাখ ৭৫ হাজার ৩৮ জনকে টিকা দেয়া হয়।

বিষয়টি নিয়ে দেশটির জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডক্টর আর এস শর্মা টুইট করে জানিয়েছেন, ‘প্রতি মিনিটে ৪২ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। প্রতি সেকেন্ডে যে সংখ্যাটা ৭০০।’

শুক্রবার দুপুর দেড়টা নাগাদ ১ কোটি মানুষের ভ্যাকসিনেশন সম্পূর্ণ হয়। এরপর বিকেল ৩টা ২৫ মিনিট নাগাদ মোট ১.৫ কোটি ভ্যাকসিন দেওয়া সম্পূর্ণ হয়। স্বাভাবিকভাবে করোনাকালে এই প্রথম এত পরিমাণে ভ্যাকসিনেশন হয়েছে ভারতে।

এ নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছিলেন, ‘আমি বিশ্বাস করি আজ ভ্যাকসিনেশনে আমরা একটি নতুন রেকর্ড তৈরি করব এবং এটি আমরা প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেব।’

(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা