প্রধান নির্বাহীকে ‘জোরপূর্বক’ বহিষ্কার করল তালেবান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৭| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৮
অ- অ+

তালেবান ক্ষমতায় আসার পর দ্রুতই পাল্টাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেহারা। পুরোনো চেয়ারম্যানকে শুরুতেই ক্ষমতায় থাকা দলটি সরিয়ে বসান আজিজুল্লাহ ফাজলিকে। এরপর পরিবর্তন করা হয় নেতৃত্বেও। এবার একপ্রকার ‘জোরপূর্বক’ প্রত্যাহার করা হলো এসিবির প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারিকে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, সোমবার হাক্কানি নেটওয়ার্কের একটি গ্রুপ আফগান ক্রিকেট বোর্ডের কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে তারা প্রধান নির্বাহীকে ছাঁটাইয়ের আদেশ দেন। তার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে নাসিবুল্লাহ হাক্কানিকে। যিনিও হাক্কানি নেটওয়ার্কের একজন সদস্য।

প্রধান নির্বাহীকে হামিদ শিনওয়ারিকে ‘জোরপূর্বক’ সরিয়ে দেন তালেবান।

সাবেক বনে যাওয়া হামিদ শিনওয়ারি বলেন, ‘আজ আনাস হাক্কানি ক্রিকেট বোর্ডের অফিসে এসেছিলেন এবং আমাকে বলেছিলেন, ‘এসিবির সিইও হিসেবে আপনার চাকরি শেষ।’ তিনি নাসিবুল্লাহ হাক্কানিকে নতুন সিইও হিসেবে পরিচয় করিয়ে দেন। আমি একটি লিখিত বহিস্কার আদেশ চেয়েছিলাম কিন্তু পাইনি। আমি পাঁচ মাস আগে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সিইও হিসেবে নিযুক্ত হই এবং এখন আমি আমাকে বহিস্কার করার কোনো কারণ আমি জানিনা।’

শিনওয়ারি বলেন, তাকে ছাঁটাই করা হলেও লিখিতভাবে কোনও কিছু দেওয়া হয়নি, ‘আমি তাদের বলেছিলাম, লিখিতভাবে আমার ইস্তফাপত্র দেওয়ার জন্য। কিন্তু আমি তা পাইনি। অথচ ৫ মাস আগে এই পদে নিয়োগ পেয়েছিলাম। এখন ছাঁটাইয়ের কারণও আমার জানা নেই।’

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বাজারে বেড়েছে সবজি, মুরগির দাম
সিরাজগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা