বহিরাগত চিকিৎসক দিয়ে সিজারিয়ান অপারেশন, প্রসূতির মৃত্যু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৯
অ- অ+

জয়পুরহাটের পাঁচবিবিতে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিরাগত একজন নারী চিকিৎসক দিয়ে সিজারিয়ান অপারেশন করানোর সময় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে ওই প্রসূতির স্বজনরা এমন অভিযোগ করেন।

নিহত প্রসূতি মুনিরা বেগম (২৯) পাঁচবিবি উপজেলার শুকুরময়ী গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী।

নিহতের স্বামী জানান, তার অন্তঃস্বত্তা স্ত্রী মুনিরাকে পাঁচবিবি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সোমবার দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার স্ত্রী পুত্র সন্তানের জন্ম দেন। অপারেশন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান আলী মেহেদীর স্ত্রী ডা. তানবিনা মিনহাজ তিনা। যদিও ডা. তানবিনা মিনহাজ তিনা এই হাসপাতালের কেউ নন।

আরিফ অভিযোগ করে বলেন, ‘সিজারিয়ান অপারেশনের কিছুক্ষণ পর থেকে আমার স্ত্রীর অবস্থার অবনতি ঘটতে থাকে। বিকালে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় আমার স্ত্রী মারা যান। পরে জানতে পারি সংশ্লিষ্ট গাইনী বিষয়ে অদক্ষ ও এই হাসপাতালে কর্মরত না হয়েও ডা. সোলায়মান আলী মেহেদীর স্ত্রী হওয়ার সুবাদে ডা. তানবিনা মিনহাজ তিনা এই অপারেশন করেন।’

তবে ডা. সোলায়মান আলী মেহেদী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার দুই বছরের কোর্স করা আছে, আমিই অপারেশন করিয়েছি, আমার স্ত্রী নয়।’

এদিকে জয়পুরহাট সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী জানান, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি যে, সন্তান জন্ম নেওয়ার পর ফুল পরার জন্য যে ইনজেকশন দেওয়া হয়েছে, কার্যকর হয়নি।’

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা