করোনাকালে স্মার্টফোন পরিষ্কারের সঠিক পদ্ধতি

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫২
অ- অ+

বেশির ভাগ মানুষেই জানেন না স্মার্টফোনে কী পরিমানে জীবাণু থাকে। তারা ভুলে যান যে ফোন থেকে জাবীণু ছড়ানোর কতটা সহজ। শুধু করোনাভাইরাস নয়, যে কোনও ধরনের ব্যাকটিরিয়া বা ভাইরাস ছড়াচ্ছে এই মুঠোফোন থেকেই। অনেকের মুখে ব্রণের মূল কারণও মুঠোফোনের পর্দায় জমে থাকা ময়লা।

তাই নিয়মিত ফোন পরিষ্কার করা অত্যন্ত জরুরি। তবে নিয়মিত মানে কত ঘন ঘন? সেটা জানা প্রয়োজন। যদি আপনি বাড়িতেই থাকেন, তা হলে সপ্তাহে এক থেকে দুইবার পরিষ্কার করুন। কিন্তু আপনি যদি নিয়মিত রাস্তায় বের হন, তা হলে আপনার দুইদিন অন্তর পরিষ্কার করতে হবে।

অফিসের গিয়ে ফোন কোথায় রাখছেন, সাধারণ শৌচালয় ব্যবহার করার সময়ে ফোন কোথায় রাখলেন, দোকানে গিয়ে কিছু জিনিস কেনার সময়ে ফোন কোথাও নামিয়ে রাখলেন কি না— এগুলো অত্যন্ত জরুরি হয়ে পড়ে। তেমন কিছু ঘটলে অবশ্যই সে দিন বাড়ি ফিরে ফোন পরিষ্কার করুন।

কী করে করবেন

১। প্রথমে ঈষদুষ্ণ গরম পানিতে সাবান দিয়ে ভাল করে হাত ধুয়ে নিন।

২। তারপর শুকনো নরম কাপড় দিয়ে ফোনের আলগা ময়লা মুছে ফেলুন।

৩। ফোন বন্ধ করে নিন।

৪। ৭০ শতাংশ অ্যালকোহল রয়েছে, এমন কোনও তরলে নরম কাপড় বা তুলা ভিজিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন। অ্যালকোহল দেওয়া পরিষ্কার করার ওয়াইপও ব্যবহার করতে পারেন।

৫। হয়ে গেলে ফের নরম কাপড়ে মুছে নিন।

মুঠোফোন পরিষ্কার করার সময় যে বিষয়গুলি মাথায় রাখতে হবে

১। অ্যালকোহলের পরিমাণ যেন ৭০ শতাংশের কম না হয়। তাতে জীবাণু মরবে না। ১০০ শতাংশও যেন না হয়, তা হলে ফোনের ক্ষতি হতে পারে।

২। কোনও তরলে ফোন ডুবিয়ে ফেলবেন না।

৩। ফোনের কোনও পোর্টে কোনও তরল যেন না ঢুকে যায়।

৪। শুকনা টিস্যু পেপার ঘষবেন না, পরদায় দাগ হয়ে যেতে পারে।

৫। ব্লিচিং এজেন্ট ব্যবহার করবেন না।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এখনই, ৬০ ব্রিটিশ এমপির খোলা চিঠি
গোসলের পর ওজু করতে হবে কি? ইসলামী বিধান যা বলে
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রথম ঐতিহাসিক সমাবেশ করতে যাচ্ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা